Search This Blog

Friday, December 26, 2025

Awareness campaign

Leftlet distribution Brojaballavpur GP 

Photo from sampamilan2016

Leftlet distribution

Leftlet distribution Brojaballavpur GP under Banshihari Block plv Sampa Mondal Sarkar on 22/12/2025.

Success story

৩১আগস্ট ২০২২ সালে ৮ বছরের একটি মেয়ের সাথে যৌন নির্যাতন এর খবর পেয়ে তার বাড়িতে যাই এবং অভিভাবক এর সাথে কথা বলে থানা তে F I R করতে সাহায্য করি,  এছাড়াও  হাসপাতালে মেডিকেল  ও  প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা করতে সাহায্য করি।   এবং জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষের   অফিসে নিয়ে এসে ভিকটিম কম্পেনসেশন এর জন্য দরখাস্ত লেখে দেই। ডিএলএসএ অফিস কর্তৃপক্ষ   অবস্থার গুরুত্ব নজরে রেখে সমস্ত নথি ও তথ্য সংগ্রহ করে গত ৩ নভেম্বর ২০২৫ তারিখে মেয়ে টির ব্যাংক একাউন্টে ১ লক্ষ্য টাকা পেতে সাহায্য করে এবং তার মধ্য মেয়েটির ভবিষ্যতে জন্য ৭৫হাজার টাকা উক্ত ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা হয় আগামী ১০ বছরের জন্য।  ২৪/১২/২৫ তারিখ ডি এল এস এ এর সেক্রেটারি ম্যাডাম কেয়া বালা মহাশয়ার  মাধ্যমে  টাকার সার্টিফিকেট টি মেয়ে টির হাতে তুলে দেওয়া হয়।এভাবে ভিকটিম মেয়েটি এবং তার পরিবার জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহযোগিতা পেয়ে এবং আমার সক্রিয় উপস্থিতি ও সহযোগিতার মাধ্যমে খুব দ্রুত কম্পেন্সেশন ও আইনি পরিষেবা পাওয়ার জন্য তারা খুব আনন্দিত এবং বারবার আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। আমি ডিএলএসএ দক্ষিণ দিনাজপুর এর পি এল ভি হিসাবে এইরকম একটি কাজে সক্রিয় সহযোগিতা করতে পেরে খুব আনন্দিত।



পূজা দাস
(PLV / অধিকার মিত্র)
District Legal Services Authority
Dakshin Dinajpur

Success Stories

SUCCESS STORY

একজন অসহায় বৃদ্ধা থেকে অধিকারপ্রাপ্ত নারী : বিজলী মণ্ডলের ন্যায়বিচারের পথচলা

বিজলী মণ্ডল, খাসপুর গ্রামের বাসিন্দা ও বালুরঘাট ব্লকের একজন বয়স্ক মহিলা। জীবনের শেষ প্রান্তে এসে যেখানে একজন নারীর প্রাপ্য হওয়া উচিত পরিবার ও সন্তানের আশ্রয় ও যত্ন, সেখানে তিনি হয়ে পড়েন চরম অবহেলা ও নির্যাতনের শিকার। তাঁর স্বামী ও ছেলে একত্রে তাঁকে বাড়ি থেকে বের করে দেয়। শুধু বাড়ি থেকে তাড়িয়েই দেওয়া হয়নি, তাঁকে খাওয়াদাওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। দিনের পর দিন অনাহার, মানসিক যন্ত্রণা ও সামাজিক অপমান নিয়ে একেবারে অসহায় অবস্থায় দিন কাটাতে বাধ্য হন তিনি।

এই চরম সংকটের মুহূর্তে বিজলী মণ্ডল সাহস করে বয়ালদার পঞ্চায়েত অফিসে এসে নিজের কষ্টের কথা জানান। তাঁর কণ্ঠে ছিল অসহায়ত্ব, চোখে ছিল ভয়, আর মনে ছিল একটাই প্রশ্ন—তিনি কি আদৌ ন্যায় পাবেন? পঞ্চায়েত কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে অবিলম্বে District Legal Services Authority (DLSA)–এর সঙ্গে যোগাযোগ করে।

DLSA–র পক্ষ থেকে Para Legal Volunteer (PLV) জয়া মণ্ডল এই বিষয়টির দায়িত্ব গ্রহণ করেন। এখান থেকেই এই ঘটনায়  জয়া মণ্ডল শুধুমাত্র একজন PLV হিসেবে দায়িত্ব পালন , বিজলী মণ্ডলের ভরসা, সাহস যোগান প্রথম সাক্ষাতেই তিনি অত্যন্ত ধৈর্য ও সহানুভূতির সঙ্গে বিজলী মণ্ডলের পুরো ঘটনা শোনেন। একজন বৃদ্ধা নারী দীর্ঘদিন অবহেলিত হলে যে মানসিক ভাঙন তৈরি হয়, তা তিনি গভীরভাবে উপলব্ধি করেন। 
 ধীরে ধীরে তাঁকে তাঁর আইনি অধিকার সম্পর্কে সচেতন করেন। তিনি বোঝান যে, বয়স্ক নারী হিসেবে নিজের বাড়িতে থাকার অধিকার তাঁর রয়েছে এবং পরিবার কোনওভাবেই তাঁকে ভরণপোষণ থেকে বঞ্চিত করতে পারে না। আইন যে তাঁর পাশে আছে, এই বিশ্বাসই বিজলী মণ্ডলের মনে নতুন সাহস এনে দেয়। শুধুমাত্র পরামর্শেই থেমে থাকেননি জয়া মণ্ডল বাস্তব পদক্ষেপ গ্রহণ করা

পঞ্চায়েতের সহযোগিতা নিয়ে জয়া মণ্ডল নিজে উদ্যোগী হয়ে বিজলী মণ্ডলকে তাঁর বাড়িতে পৌঁছে দেন। সেই মুহূর্তটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন বৃদ্ধা নারীকে আবার নিজের ঘরের চৌকাঠে ফিরিয়ে দেওয়া মানে শুধু একটি ঠিকানা ফেরত দেওয়া নয়, বরং তাঁর আত্মসম্মান ফিরিয়ে দেওয়া। বাড়িতে পৌঁছে জয়া মণ্ডল পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি শান্ত কিন্তু দৃঢ় ভাষায় স্বামী ও ছেলেকে তাঁদের আইনি দায়িত্ব ও সামাজিক কর্তব্য স্মরণ করিয়ে দেন। বৃদ্ধা নির্যাতনের আইনগত পরিণতি সম্পর্কে স্পষ্টভাবে বোঝানো হয়, যাতে ভবিষ্যতে আর কোনও অবহেলা বা নির্যাতনের সাহস না দেখানো হয়।

এই আলোচনার পর পরিবারের মনোভাব পরিবর্তিত হতে শুরু করে। বিজলী মণ্ডলকে পুনরায় বাড়িতে থাকতে দেওয়া হয় এবং তাঁর খাদ্য ও দৈনন্দিন প্রয়োজনীয়তার দায়িত্ব পরিবার গ্রহণ করতে বাধ্য হয়। দীর্ঘদিন পর বিজলী মণ্ডলের মুখে আবার নিশ্চিন্ততার ছাপ ফুটে ওঠে। যন্ত্রণা আর ভয়ের জায়গায় ফিরে আসে নিরাপত্তা ও সম্মানবোধ।

এই পুরো ঘটনায় PLV জয়া মণ্ডলের ভূমিকা ছিল অত্যন্ত মানবিক ও কার্যকর। তিনি প্রমাণ করেছেন যে একজন Para Legal Volunteer কেবল আইন জানেন এমন কেউ নন, বরং তিনি অসহায় মানুষের জীবনে পরিবর্তনের কারিগর। তাঁর সচেতনতা, সহানুভূতি ও দৃঢ় পদক্ষেপের ফলেই বিজলী মণ্ডল তাঁর প্রাপ্য অধিকার ফিরে পান এবং আবার সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ লাভ করেন।

এই সাফল্যের গল্প শুধুমাত্র একজন বৃদ্ধা নারীর ঘরে ফেরার গল্প নয়। এটি ন্যায়বিচার, মানবতা ও DLSA–র কার্যকর ভূমিকার একটি জীবন্ত উদাহরণ, যেখানে PLV জয়া মণ্ডল একজন প্রকৃত নায়িকার মতোই অন্ধকার সময়ে আলোর পথ দেখিয়েছেন।

Success Story
Prepared and Submitted by

Jaya Mondal
Para Legal Volunteer (PLV/Adhikar Mitra)
District Legal Services Authority (DLSA),
Dakshin Dinajpur at Balurghat

Child protection and women empowerment.

Madam, I am sending the legal awareness programme report on 22-12-2025 at  Maheshur ICDS centre  under Kushmandi block.

Please find it attached to this email.

Regard 
Belal Hossain 
PLV
D/D

Photo collage

  Door to door Campaign Lakshmankuri SC Village Under kumarganj block. Subject- Child Marrage Free India, Child Marrage, Free legal service. Plv Moktarul mandal .date- 26/12/2025.

আজ দক্ষিণ গৌরীপুর ICDS সেন্টারে একটি আইনি সচেতনতা শিবির করা হলো। আলোচনার বিষয় ছিল child marrage, child traffiking। Plv অধিকার মিত্র Shyama Majumder Paul Tapan block

Photo from Abdul Rashid Sarkar

PROTECT  THE
GIRL        CHILD.
EMPOWER THE NATION.
মেয়েকে সুরক্ষা দিন, দেশকে শক্তি দিন। এর উপর ভিত্তি করে একটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। স্থান
গঙ্গারামপুর ব্লকের অধীন পালসা
ICDS CENTER NO 176.
উপস্থিত ছিলেন দিদিমনি, হেল্পার ও এলাকার মা ও শিশু, বাল্যবিবাহ থেকে দেশ মুক্ত, শিশুদের স্বাস্থ্য পঠনপাঠন, নেশামুক্ত সমাজ গঠন, বিভিন্ন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত ব্যক্তি দের পাইয়ে দেওয়ার কৌশল, মানব কল্যাণে জেলা আইনি পরিসেবা কতৃপক্ষের ভূমিকা ও লোক আদালতে কি কি আইনি পরিসেবা পাওয়া যায় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো।
আয়োজক আব্দুল রশিদ মিঞা পি এল ভি, অধিকার মিত্র অধীন দক্ষিন দিনাজপুর জেলা আইনি পরিসেবা কতৃপক্ষ।
তাং ইং 26/12/2025 

GOLAM RABBANI

DOOR TO DOOR CAMPAIGN ON 26/12/2025 AT BACKWARD AREA UNDER GANGARAMPUR BLOCK,
ORGNAIZED BY - 
GOLAM RABBANI

কুমার গঞ্জ ব্লকের চকগোপাল অঙ্গন ওয়াড়ী কেন্দ্রে একটি আইনি সচেতনতা শিবির করা হল। উক্ত শিবিরে child marriage Free India,girl prohibition of child marriage, protect the girl child Empower the nation, pocso act etc বিষয়ে আলোচনা করা হয়। আয়োজক PLV Adhikar mittra Rejaul Mandal, Sarvin Khatun dt 26/12/2025

Photo from GOLAM RABBANI

DOOR TO DOOR CAMPAIGN ON 26/12/2025 AT BACKWARD AREA UNDER GANGARAMPUR BLOCK,
ORGNAIZED BY - 
GOLAM RABBANI

Photo from GOLAM RABBANI

DOOR TO DOOR CAMPAIGN ON 26/12/2025 AT BACKWARD AREA UNDER GANGARAMPUR BLOCK,
ORGNAIZED BY - 
GOLAM RABBANI

Photo from GOLAM RABBANI

DOOR TO DOOR CAMPAIGN ON 26/12/2025 AT BACKWARD AREA UNDER GANGARAMPUR BLOCK,
ORGNAIZED BY - 
GOLAM RABBANI

GOLAM RABBANI

দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগে 
"মেয়েকে কে সুরক্ষা দিন, দেশকে শক্তি দিন" (  Protect the Girl Child, Empower the Nation )
স্বাস্থ্য (Health), পুষ্টি ( Nutrition), শিক্ষা ( Education), স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা (  Hygiene) 
 নিয়ে ও  বাল্য বিবাহ প্রতিরোধ, মানব পাচার, নেশা মুক্ত সমাজ গঠনে সচেতনতা শিবির অনুষ্টিত হলো, 
আজ 26 -12-2025 
 সামড়া আই সি ডি এস সেন্টার 
 চালুন জিপি 
গঙ্গারামপুর ব্লক 
আয়োজক -
 গোলাম রাব্বানি 
অধিকার মিত্র তথা পি এল ভি,
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ,
দক্ষিন দিনাজপুর

Photo from GOLAM RABBANI

দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগে 
"মেয়েকে কে সুরক্ষা দিন, দেশকে শক্তি দিন" (  Protect the Girl Child, Empower the Nation )
স্বাস্থ্য (Health), পুষ্টি ( Nutrition), শিক্ষা ( Education), স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা (  Hygiene) 
 নিয়ে ও  বাল্য বিবাহ প্রতিরোধ, মানব পাচার, নেশা মুক্ত সমাজ গঠনে সচেতনতা শিবির অনুষ্টিত হলো, 
আজ 26 -12-2025 
   তালপুকুর যাচী 
 চালুন জিপি 
গঙ্গারামপুর ব্লক 
আয়োজক -
 গোলাম রাব্বানি 
অধিকার মিত্র তথা পি এল ভি,
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ,
দক্ষিন দিনাজপুর

Photo from GOLAM RABBANI

দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগে 
"মেয়েকে কে সুরক্ষা দিন, দেশকে শক্তি দিন" (  Protect the Girl Child, Empower the Nation )
স্বাস্থ্য (Health), পুষ্টি ( Nutrition), শিক্ষা ( Education), স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা (  Hygiene) 
 নিয়ে ও  বাল্য বিবাহ প্রতিরোধ, মানব পাচার, নেশা মুক্ত সমাজ গঠনে সচেতনতা শিবির অনুষ্টিত হলো, 
আজ 26 -12-2025 
 যাচী কায়স্তপাড়া
 চালুন জিপি 
গঙ্গারামপুর ব্লক 
আয়োজক -
 গোলাম রাব্বানি 
অধিকার মিত্র তথা পি এল ভি,
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ,
দক্ষিন দিনাজপুর

Success story


SUCCESS STORIES REFLECTING INNOVATIVE PRACTICES, BEST SETTLEMENT EFFORTS, OR NOTABLE OUTCOMES ACHIEVED AT DLSA, DAKSHIN DINAJPUR
DURING THE NATIONAL LOK ADALAT ON 13.12.2025



DLSA PRE-LITIGATION NO.458/DLSA/2025
First this matter is taken up for Pre-Litigation as per the application of the Petitioner Kuntal Ghosh on the date of 22.09.2025. This matter is taken up for seven (07) hearing consecutively on and from 16.10.2025 to 19.11.2025 by the Ld. Secretary, DLSA, Dakshin Dinajpur. This is a house mortgage loan related matter and the OP Bank was not willing to settle the matter due to the nature of the loan. After day-by-day consultation the OP Bank Manager agreed to settle the matter and this matter was transferred before the bench of the National Lok Adalat for final settlement. On this date, before the National Lok Adalat the matter is settled with a settlement amount of Rs. 16,50,000/- (Rupees Sixteen Lakh Fifty Thousand) only. The Petitioner paid Rs. 10,000/- on spot and the rest amount which is Rs. 16,40,000/- (Rupees Sixteen Lakh Forty Thousand) only will be paid within 31st December, 2025.
The Petitioner is very pleased for our effort and for the settlement. 




PLV PUJA DAS and JAYA MONDAL 
District Legal Services Authority
Dakshin Dinajpur at Balurghat

Photo from Ila Mondal ❤️

জেলা আইনী পরিষেবা কতৃপক্ষ এর উদ্যোগে আইনী সচেতনতা শিবিরের আয়োজন করা হলো l
Date :- 26.12.25
আয়োজক :- Ila mondal (PLV/অধিকার মিত্র)
Balurghat block
District legal services authority
D /Dinajpur