Alternative Dispute Resolution (A.D.R.) Centre, District Court Complex, Balurghat, Dakshin DInajpur, West Bengal, India, 733101
Saturday, September 24, 2022
দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগে গঙ্গারাামপুর ব্লকের বাসুরিয়া জিপি,র চক শিবপুর আই সি ডি এস সেন্টারে পুষ্টি দিবস ও আইনি সচেতনতা শিবির অনুস্ঠিত হলো, আজ - 24/09/ 2022 শিশুদের পুষ্টি, শিশুদের সু সাস্থ্য , পরিস্কার পরিচ্ছন্নতা , বাল্য বিবাহ, কুসংস্কার , শিশুশ্রম, যৌন নির্যাতন,মানব পাচার, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে আলোচনা এবং ডেঙ্গু সম্পর্
আইনি সচেতনতা শিবির
আজ দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের উদ্যাগে 1টি আইনি সচেতনতা শিবির এর আয়োজন করা হয়েছিল বংশীহারী ব্লকের শিহল হাই স্কুলে। আয়োজক পি এল ভি -- নাসিম রেজা, আফতাব হোসেন ও সম্পা মন্ডল সরকার ও সেখানে উপস্থিত ছিলেন শিহল হাই স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও স্কুলের ছাত্রীরা ।।
Photo from Abdul Rashid Sarkar
10 নং উদয় জি পি এর অধীন জগদীশ পুর প্রাথমিক বিদ্যালয়ে একটি আইনি সচেতনতা শিবির করা হলো। বাল্যবিবাহের কু ফল ও তার প্রতিকার। শিশু পাচার চক্র থেকে রক্ষা পাওয়ার উপায়, শিশু বিচার আইনের বিভিন্ন ধারা আলোচনা, আইনি পরিসেবা পেতে ডি এল এস এর ভুমিকা, লোক আদালতে কি কি আইনী সুবিধা পাওয়া যায় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকগন, অভিভাবকগণ। আয়োজক পি এল ভি আব্দুল রশিদ মিঞা। তাং ইং 24/09/2022
Photo from GOLAM RABBANI
দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগে গঙ্গারাামপুর ব্লকের চালুন জিপি,র বানিহারী নাপিত পাড়া আই সি ডি এস সেন্টারে শিবির করে প্রচার করা হলো,
আজ - 24/09/ 2022
শিশুদের সু সাস্থ্য , পরিস্কার পরিচ্ছন্নতা , বাল্য বিবাহ, কুসংস্কার , শিশুশ্রম, যৌন নির্যাতন,মানব পাচার, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে আলোচনা এবং ডেঙ্গু সম্পর্কে সচেতন করা হলো ।
উপস্থিত ছিলেন -
শিশু কিশোরী ও অভিভাবকেরা এবং
আই সি ডি এস কর্মি
: আয়োজক :
GOLAM RABBANI
( PLV )
District Legal Services Authority,
Dakshin Dinajpur
Subscribe to:
Comments (Atom)