Search This Blog

Monday, February 24, 2025

GOLAM RABBANI

বাড়িতে বাড়িতে, পথে পথে , মাঠে ঘাটে, জমিতে জমিতে মানুষের পাশে দাড়িয়ে  প্রয়োজনীয়   কথা শুনে প্রয়োজনীয়  পরামর্শ  প্রদান করা হলো , বাল্য বিবাহ, মানব পাচার রোধে সচেতন করা হলো এবং জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ  এর পরিষেবা গুলো  জানানো হলো, 

 ভারতের জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর টোল ফ্রি নম্বর -15100 প্রচার করা হলো ,
     আজ  24 - 02 - 2025
  গঙ্গারামপুর ব্লকের পিছিয়ে পড়া   এলাকায় ।
 
  পরামর্শদান ও লিফলেট   বিতরণ কারি -
    গোলাম  রাব্বানী
   ( পি এল ভি /অধিকার মিত্র)
জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ , 
দক্ষিণ  দিনাজপুর

Photo from Abdul Rashid Sarkar

গঙ্গারামপুর ব্লকের অধীন 9 নং চালুন জি পি অফিসে স্বনির্ভর দলের সদস্যাদের নিয়ে একটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। বিশেষ করে বাল্যবিবাহের ভয়াবহ কু ফল ও তার প্রতিকার, মানব পাচারকারীর খপ্পরে না পড়া, পরীযায়ী শ্রমিকদের বিভিন্ন সমষ্যা, শিশু বিচার আইনের বিভিন্ন ধারা, ডেঙ্গু প্রতিরোধে করণীয় কি, আগামী 8 মার্চ 2025 জাতীয় লোক আদালতে আইনি সুবিধা পেতে আগামী কাল পরশুর মধ্যে বালুরঘাট DLSA অফিসে অথবা বুনিয়াদ পুর SDLSC অফিসে আবেদন করতে বলা হয়। এছাড়া বিশেষ আইন জানতে 15100 নং এ  ফোন করতে বলা হয়। আয়োজক পি এল ভি/অধিকার মিত্র আব্দুল রশিদ মিঞা। তাং ইং 24/02/2025 

Photo from GOLAM RABBANI

Photo from rejaulmondal968

কুমার গঞ্জ ব্লকের উত্তর বেলতাড়া আই সি ডি এস সেন্টারে একটি আইনি সচেতনতা শিবির করা হল। আলোচ্য বিষয়, বাল্যবিবাহ প্রতিরোধ,পকসো আইন, বিনামূল্যে আইনি পরিষেবা ও ৮ই মার্চ জাতীয় লোক আদালত প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়। আয়োজক পি এল ভি অধিকার মিত্র রেজাউল মন্ডল,সারভিন খাতুন ও সাধন বর্মন। 24/02/2025 

Photo from rejaulmondal968

কুমার গঞ্জ ব্লকের চক বেহাতড় আই সি ডি এস সেন্টারে মায়েদের নিয়ে,আইনি সচেতনতা শিবির করা হল। আলোচ্য বিষয়, বাল্যবিবাহ প্রতিরোধ, বিনামূল্যে আইনি পরিষেবা,পকসো,৮ই মার্চ লোক আদালতের প্রচার সহ প্রভৃতি বিষয়ে আলোচনা করা হল,আয়োজক পি এল ভি অধিকার মিত্র,সাধন বর্মন,সারভিন খাতুন ও রেজাউল মন্ডল, তারিখ 24/02/25 

Photo from Abdul Rashid Sarkar

9 নং চালুন জি পি অফিসে              কন্যাশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করার ফর্ম ফিলাপ করে দেওয়া হচ্ছে। পি এল ভি/অধিকার মিত্র আব্দুল রশিদ মিঞা। তাং ইং 24/02/2025 

Camp

A Legal Awareness Camp At Dhak Dhole School Mat Tuition Centre On 24-02-2025. Organised By Moktadul Hossain And Umed Ali PLV.

Camp

A Legal Awareness Camp At Babur Hut Tangen River Tuition Centre On 24-02-2025. Organised By Moktadul Hossain And Umed Ali PLV.

Photo from Dipali Kahar

আজ বৈদ্যনাথ পাড়া icds centre এ আইনি সচেতনতা শিবির এ এর আয়োজন করা হল, উপস্থিত ছিলেন এলাকার শিশুরা এবং তাদের অভিভাবক রা, আলোচনার বিষয় ছিল বাল্য বিবাহের কুফল, নারী ও শিশু পাচার সংক্রান্ত, পারিবারিক হিংসা সংক্রান্ত, এবং জেলা আইনি পরিষেবা কতৃপক্ষ  হইতে যে পরিষেবা গুলি পাওয়া যায় তা নিয়ে আলোচনা করা হল, শিবিরের আয়োজক পি এল ভি/  অধিকার মিত্র  দিপালি কাহার 

Photo from aliummed976

Discussion 8th March  National Lok Adalat & legal awareness camp at Dhakdhol school Math tuition centre on 24/02/2025 by plv Umed Ali and Moktadul Hossain. 

Photo from aliummed976

Discussion 8th March National Lok Adalat & legal awareness camp at  BaburHut Tangon par tuition centre on 24/02/2025 by plv Umed Ali and Moktadul Hossain.