জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে হাজিপুর এলাকায় সচেতনতামূলক কর্মসূচি https://link.public.app/hbW1R
Alternative Dispute Resolution (ADR) Centre, District Court Complex, Balurghat, 733101
Search This Blog
Monday, May 23, 2022
সাকসেস স্টোরি
নাম সান্তনা বমন
স্বামী রমানাথ নাগ
সাং খাদিমপুর রবীন্দ্র নগর
পোস্ট বালুরঘাট
থানা বালুরঘাট
জেলা দক্ষিণ দিনাজপুর।
সান্তনা বমন ইং গত ১৪.০৫.২২ তারিখে থানায় এসে প্রচন্ড কান্নাকাটি করে। তার স্বামীমার ধোর করে বাড়ি থেকে বের করে দেয় তার দুগ্ধজাত কন্যা সন্তান যার বয়স ৯ মাস রেখে। প্রথমে আমি ডিউটি অফিসার সঙ্গে কথা বলি ও পরে আই সি স্যার সঙ্গে কথা বলে একটি দরখাস্ত লিখে দেওয়া হয় সান্তনা বমন কে তার দুগ্ধজাত বাচ্চা রিকভারি জন্য । কিছুপরে আবার ও ডিউটি অফিসার সঙ্গে কথা বলে উক্ত ঠিকানা গিয়ে বাচ্চা টি কে রিকভারি করে তার মা এর হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বালুরঘাট থানার এস আই, সিভিক ও জেলা আইনি পরিষেবা কতৃপক্ষ পরিষেবা পি এল ভি সোমা পাল সাহা।
জেলা আইনি পরিষেবা কতৃপক্ষ কে সাধুবাদ জানিয়েছেন
Mobile van promotion
Mobile van promotion Dakshin Dinajpur district legal services authority awareness program in remote Conners (Hajipur) Balurghat Block on 23.05.22. a
Arranged
By
Soma Paul Saha
Plv
Subscribe to:
Comments (Atom)