Search This Blog

Wednesday, June 25, 2025

উক্ত প্রতিবন্ধী মহিলার প্রতিবন্ধী ফ্রম ফিলাপ করে দেওয়া হল , অধিকার মিএ ঝুম্পা কবিরাজ,তারিখ ২৫/০৬/২৫ চটি বর্মন স্বামী আপন বর্মন বাড়ি কামার খৈর পোঃ অশোক গ্ৰাম গঙ্গারামপুর ব্লক

রুপশ্রী প্রকল্পের সাহায্য পাইবার জন্য ফ্রম ফিলাপ করে দেওয়া হল পি এল ভি ‍/অধিকার মিএ ঝুম্পা কবিরাজ গঙ্গারামপুর ব্লক তারিখ ২৫/০৬/২৫ নাম সন্ধ্যা শর্মা পিতা বাবুয়া শর্মা গ্ৰাম মিলপাড়া পোঃ নয়াবাজার থানা ,গঙ্গারামপুর

প্রতিবন্ধী শিশুটির প্রতিবন্ধী ভাতা টাকা বন্ধ হয়ে যায় আজ ২৫/০৬/২৫ বি ডি ও অফিস আসলে উক্ত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট হইতে সুরাহা হয় সহোযোগিতায পি এল ভি ‍অধিকার মিএ ঝুম্পা কবিরাজ গঙ্গারামপুর ব্লক নয়ন মোদক পিতা রঞ্জিত মোদক গ্ৰাম পাটন পোঃ জালাল পুর ৯৮৫১৮৫৩৭৫৮

রুপশ্রী প্রকল্পের সাহায্য পাইবার জন্য ফ্রম ফিলাপ করে দেওয়া হয় সহোযোগিতায পি এল ভি ‍/অধিকার মিএ ঝুম্পা কবিরাজ গঙ্গারামপুর ব্লক তারিখ ২৫/০৬/২৫ ,৯০৬৪০৫৪৪০৪
শেফালী পাহান, পিতা অনিল পাহান,গ্ৰাম নিল ডাঙ্গা, পোঃ জালাল পুর

এই প্রতিবন্ধী মহিলার ভাতা টাকা বন্ধ হয়ে যায় আজ ২৫/০৬/২৫ বি ডি ও অফিস আসলে উক্ত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট হইতে সুরাহা হয় সহোযোগিতায পি এল ভি ‍অধিকার মিএ ঝুম্পা কবিরাজ গঙ্গারামপুর ব্লক। নাম মনিবালা রায়, পিতা মৃত বিরেন রায়, গ্ৰাম অনন্ত পুর, পোঃ সুকদেব পুর,৯৫৪৭৬৬৬২২৫



বাল্যবিবাহ

আজকে এক নাবালিকা ও এক নাবালকের বাল্যবিবাহ রোধ করা হলো ঘটনাটি ঘটেছে বংশীহারী ব্লকের মুন্দাহার এলাকায় সেখানে উপস্থিত ছিলেন বংশীহারী ব্লক, পুলিশ প্রশাসন, CDPO ও অধিকার মিত্র আফতাব হোসেন, তাজমুল ইসলাম, নাসিম রেজা ও ইমরান হোসেন।

Photo collage

 আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। লক্ষনকুড়ি তপশিলি জাতি মানুষ দের নিয়ে। ভোওর গ্রাম পঞ্চায়েত কুমার গঞ্জ ব্লক। বাল্যবিবাহ, শিশু নির্যাতন, শিশু শ্রমিক,ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় ও জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের সম্পর্কে জানানো হয়। তারিখ 24/06/2025. আয়োজক  পি এল ভি মোক্তারুল মন্ডল। 

বাল্যবিবাহ আটকানো

ইং 24.06.2025 তারিখে একটি বাল্যবিবাহ আটকাতে যাওয়া হয় বালুরঘাট ব্লকের আঁখিরা পাড়া গ্রামে মেয়েটির নাম রুপা দাস বয়স ১৭ বছর পিতা মানিক দাস। প্রথমে মেয়েটির বাড়ি যাওয়া হয়, সেখানে মেয়েকে না পাওয়া গেলে ছেলের বাড়িতে যাওয়া হয়। এবং বাড়ির লোকজন তালা দিয়ে চলে গেছে। উপস্থিত ছিলেন বালুরঘাট থানার পুলিশ চাইল্ড হেল্প লাইনে সদস্য ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পি এল ভি সোমা পাল সাহা ও সুপ্রিয়া সরকার।