Alternative Dispute Resolution (ADR) Centre, District Court Complex, Balurghat, 733101
Search This Blog
Wednesday, June 25, 2025
বাল্যবিবাহ
আজকে এক নাবালিকা ও এক নাবালকের বাল্যবিবাহ রোধ করা হলো ঘটনাটি ঘটেছে বংশীহারী ব্লকের মুন্দাহার এলাকায় সেখানে উপস্থিত ছিলেন বংশীহারী ব্লক, পুলিশ প্রশাসন, CDPO ও অধিকার মিত্র আফতাব হোসেন, তাজমুল ইসলাম, নাসিম রেজা ও ইমরান হোসেন।
Photo collage
আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। লক্ষনকুড়ি তপশিলি জাতি মানুষ দের নিয়ে। ভোওর গ্রাম পঞ্চায়েত কুমার গঞ্জ ব্লক। বাল্যবিবাহ, শিশু নির্যাতন, শিশু শ্রমিক,ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় ও জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের সম্পর্কে জানানো হয়। তারিখ 24/06/2025. আয়োজক পি এল ভি মোক্তারুল মন্ডল।
বাল্যবিবাহ আটকানো
ইং 24.06.2025 তারিখে একটি বাল্যবিবাহ আটকাতে যাওয়া হয় বালুরঘাট ব্লকের আঁখিরা পাড়া গ্রামে মেয়েটির নাম রুপা দাস বয়স ১৭ বছর পিতা মানিক দাস। প্রথমে মেয়েটির বাড়ি যাওয়া হয়, সেখানে মেয়েকে না পাওয়া গেলে ছেলের বাড়িতে যাওয়া হয়। এবং বাড়ির লোকজন তালা দিয়ে চলে গেছে। উপস্থিত ছিলেন বালুরঘাট থানার পুলিশ চাইল্ড হেল্প লাইনে সদস্য ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পি এল ভি সোমা পাল সাহা ও সুপ্রিয়া সরকার।

Subscribe to:
Comments (Atom)