ইং 24.06.2025 তারিখে একটি বাল্যবিবাহ আটকাতে যাওয়া হয় বালুরঘাট ব্লকের আঁখিরা পাড়া গ্রামে মেয়েটির নাম রুপা দাস বয়স ১৭ বছর পিতা মানিক দাস। প্রথমে মেয়েটির বাড়ি যাওয়া হয়, সেখানে মেয়েকে না পাওয়া গেলে ছেলের বাড়িতে যাওয়া হয়। এবং বাড়ির লোকজন তালা দিয়ে চলে গেছে। উপস্থিত ছিলেন বালুরঘাট থানার পুলিশ চাইল্ড হেল্প লাইনে সদস্য ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পি এল ভি সোমা পাল সাহা ও সুপ্রিয়া সরকার।
