Search This Blog

Saturday, December 10, 2022

আজ ইংরেজি 10 ডিসেম্বর 2022 বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ডাঙ্গী কালাইবাড়ি এপপি স্কুলে শিশু ও শিক্ষক শিক্ষিকাকে নিয়ে একটি আইনি সচেতনতা শিবির করা হলো। উক্ত শিবিরে উপস্থিত পি এল ভি অরূপ কুমার সরকার ও গৌড় নিতাই হালদার।

আজ ইংরেজি 10 ডিসেম্বর 2022 বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ডাঙ্গি কালাই বাড়িতে এস এস কে স্কুলে শিশুদেরকে ও দিদিমণিদেরকে নিয়ে একটি আইনি সচেতনতা শিবির করা হলো। উক্ত শিবিরে উপস্থিত পি এল ভি অরূপ কুমার সরকার ও গৌর নিতাই হালদার।

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজ আইনি সচেতনতা শিবির করা হলো ।plv shyama majumder(Paul)tapan block

Photo from Abdul Rashid Sarkar

10 December 2022.              WORLD HUMAN RIGHTS DAY উপলক্ষে একটি আইনি সচেতনতা শিবির করা হলো।স্থান আটাশ এফ পি স্কুল। গঙ্গারামপুর ব্লক। শিশু পাচার চক্র থেকে বাঁচতে বিভিন্ন সচেতনতা মূলক আলোচনা, শিশু শ্রম, শিশু বিচার আইনের বিভিন্ন ধারা,গুড টার্চ বেট টার্চ, সম্পর্কে ধারনা এবং করনীয় কি,1098 নং দ্বারা চাইল্ড লাইনের সঙ্গে যোগাযোগ, ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকগণ। আয়োজক পি এল ভি আব্দুল রশিদ মিঞা। 

Camp

MD Nur Islam 

World humans day celebration at Kushmandi PS on 10/12/2022 by Plv UMED ALI