গত ১৩/০৩/২০২১ তারিখে গোপন সূত্রে খবর পেয়ে কালিঘাট,বেলবাড়ী মনা অধিকারী পিতা মানিক অধিকারী বিয়ে আটকান হয়েছিল। উপস্থিত ছিলেন গঙ্গারামপুর থানার এ অস আই বিনয় কুমার মন্ডল, ব্লক স্টফ বাসুদেব পাল ও পি এল ভি পলাশ কুমার শিকদার, সঞ্চয় সরকার, ইমরান হোসেন। পরবর্তী সময়ে জানা যায় যে বিয়েটি হয়েগেছে। তাই গতকাল ১৫/০৩/২০২১ গঙ্গারামপুর থানার এ এস আই রিনা সরকার , ব্লক স্টাফ , চাইল্ড লাইন এর রিতা মহন্ত ও পি এল ভি গোলাম রাব্বানী, পলাশ কুমার শিকদার, ইমরান হোসেন মেয়ে ও ছেলে উভয়ের বাড়িতে গিয়ে খোঁজাখুঁজি করে তাদের না পেয়ে। তাদের অভিভাবকদের থানা ও ব্লক এ যোগাযোগ করতে বলা হয়।





