Search This Blog

Tuesday, November 1, 2022

Photo from Abdul Rashid Sarkar

একটি আইনি সচেতনতা শিবির করা হলো।স্থান 9 নং চালুন জি পি। গঙ্গারামপুর ব্লক। আগামী 12 নভেম্বর 2022 লোক আদালতে কি কি আইনী সুবিধা পাওয়া যাবে,বাল্যবিবাহের কু ফল ও তার প্রতিকার, মানব পাচারকারীর হাত থেকে রক্ষা পাওয়া, শিশু শ্রম, শিশু বিচার আইনের বিভিন্ন ধারা, জেলা আইনি পরিসেবা কতৃপক্ষ থেকে নিখরচায় কি কি আইনী সুবিধা পাওয়া যায় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো। উপস্থিত ছিলেন অঙ্গন ওয়াড়ী কেন্দ্রের সুপারভাইজার ও দি দিমনীগণ। আয়োজক পি এল ভি আব্দুল রশিদ মিঞা।  তাং ইং 01/11/2022 

Legal Awareness Camp Held On. 01.11.2022 at S.S.K. School. Uday G.P Under Gangarampur Block. Upastid- Madam and Students Gourdian. Alochona: Child Marriage, Kidnapped and 12 th November Lok Adalath Discation. Arrange by. PLV Khaybar Mandal District Legal Service Athority. Dakshin Dinajpur

Photo from GOLAM RABBANI

দক্ষিণ  দিনাজপুর - জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ  এর উদ‍্যোগে গঙ্গারামপুর ব্লকের  চালুন জিপির আর্থিক  ও সামাজিক  ভাবে পিছিয়ে  পড়া এলাকায়    শিবির  করে    প্রচার করা  হলো,
আজ 01 -11- 2022
  
    
   Legal Services Authority  act 1987  মাধ্যমে  সাধারণ মানুষরা  কিভাবে  আইনি সাহায্য  পাবে  সেই বিষয়ে  আলোকপাত  করা হলো, 
    শিশুদের  সু সাস্থ্য , পরিস্কার পরিচ্ছন্নতা , বাল‍্য বিবাহ,  কুসংস্কার , শিশুশ্রম, যৌন  নির্যাতন,মানব পাচার, সরকারি বিভিন্ন  সুযোগ সুবিধা  আলোচনা  করা, ডেঙ্গু  সম্পর্কে  সচেতন  হওয়ার  পরামর্শ  দেওয়া  হলো।                 

    ১২ই নভেম্বর  ২০২২ লোক আদালতের মাধ্যমে  কি কি সুবিধা  পেতে পারেন, সেই  বিষয়ে  আলোকপাত  করা হলো। 
 দাম্পত্য  কলহ, পারিবারিক  বিবাদ, সম্পত্তি  সংক্রান্ত  বিরোধ ,  দুর্ঘটনা  জনিত  ক্ষতিপূরণ  দাবি ,  বীমা  ও ঋণ সংক্রান্ত বিরোধ  প্রভৃতি  দেওয়ানী মামলার  বিচার  হয় এবং  কম খরচে দ্রুত  নিষ্পত্তির সম্ভাবনা  থাকে। 
     বিভিন্ন  ফৌজদারি  মামলা  মীমাংসা  যোগ্য , সেগুলো  লোক আদালতে  পাঠানো যায় । 
 মামলা  রুজু  হয়নি  এমন  যেকোনো  বিবাদ  লোক  আদালতের  মাধ্যমে  নিষ্পত্তি  হয়   ।    যেমন : - ব‍্যাঙ্ক লোন, টেলিফোন বিল, ফাইনান্স কম্পানির  বিবাদ ইত্যাদি । 
    ( Pre- Litigation  )
          এখানে  আদালতের  বাহিরে  আপোষ মীমাংসা ও মধ‍্যস্ততার মাধ্যমে  বিরোধ  নিষ্পত্তি  হয়। 
 লোক  আদালতের রায়ের  বিরুদ্ধে  উচ্চ আদালতে  আপিল  হয় না। 
     বিশেষ  করে  লোক  আদালতে  মামলার  মীমাংসা  না হলে  বিবাদমান পক্ষ  সাধারণ  আদালতে  মামলা  করতে পারে । 
    কিভাবে  লোক  আদালতের মাধ্যমে  মামলা  নিষ্পত্তি  করা যাবে, বিস্তারিত  জানতে বিকল্প  বিবাদ নিষ্পত্তি  কেন্দ্র  ( জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ  ) বালুরঘাট কোর্ট  চত্বর , দক্ষিণ  দিনাজপুর,
      এবং  
মহকুমা আইনি পরিষেবা কমিটি , গঙ্গারামপুর মহকুমা আদালত   বুনিয়াদপুর  এ যোগাযোগ  করার পরামর্শ  দেওয়া  হলো 
  
           :  আয়োজক : 
         GOLAM RABBANI
              ( PLV )
District Legal Services  Authority,
 Dakshin Dinajpur