Search This Blog

Saturday, October 15, 2022

Legal awareness camp

জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে বালুরঘাট ব্লকের ডাঙ্গা পঞ্চায়েতে হাতিয়া পাড়া শিশু শিক্ষা কেন্দ্রে একটি আইনি  সচেতনতা শিবির করা হলো আজ  15-10-2022. শিশুদের সুস্বাস্থ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা, কুসংস্কার, শিশুশ্রম, যৌন নির্যাতন, মানব পাচার, সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা বিষয়ে পরামর্শ দেওয়া হল।
১২ ই নভেম্বর ২০২২ লোক আদালতে যা মাধ্যমে কি কি সুবিধা পেতে পারেন সেই বিষয়ে আলোকপাত করা হলো দাম্পত্য দাম্পত্য বিভাগ বিভাগ পারিবারিক বিভাগ সম্পত্তি সংক্রান্ত বিরোধ দুর্ঘটনা জনিত ক্ষতিপূরণ দাবি বীমা ও ঋণ সংক্রান্ত বিরোধ প্রভৃতি দেওয়ানী মামলার বিচার এবং কম খরচে দ্রুত নিষ্পত্তি সম্ভাবনা থাকে। এইসব বিষয়ে আলোচনা করা হলো। আয়োজক PLV Tandra Roy 
Subhankar Adhikary

গঙ্গারামপুর ব্লক মারফত খবর পাওয়ার পর বাল‍্যবিবাহ বন্ধ করা হলো, আজ 15 - 10- 2022 দিপ্তি রায় জন্ম তাং - 26 -10 -2006 পিতা - পরিমল রায় মাতা- শাইবা রায় গ্রাম- পারগাও পোষ্ট - সুকদেবপুর থানা- গঙ্গারামপুর জেলা - দক্ষিণ দিনাজপুর সহযোগিতা বাসুদেব পাল (BWO) গঙ্গারামপুর ব্লক, পল্লব কুমার ঝা ( O/C) গঙ্গারামপুর থানা, গোলাম রাব্বানী ( পি এল ভি ) জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ , দক্ষিণ দিনাজপুর উপস্থ