By PLV Sarfaraj Zaman, Tapan Block, Dakshin Dinajpur
Alternative Dispute Resolution (ADR) Centre, District Court Complex, Balurghat, 733101
Search This Blog
Tuesday, June 21, 2022
International Yoga Day Celebration
International Yoga Day ( আন্তর্জাতিক যোগ দিবস )
দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে পালন করা হলো,
নন্দনপুর গ্রামপঞ্চায়েত নিকটবর্তী স্থানে,
গঙ্গারামপুর ব্লক ।
২০১৪ সালের ২৭ শে সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী ২১ শে জুন তারিখটি কে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করার প্রস্তাব দেন। সেই বছরই ১১ ই ডিসেম্বরে রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ ২১ শে জুন তারিখটি কে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষনা করেন।
প্রতি বছরের ন্যায় এ বছরেও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে এই দিনটি পালন করে আসছে।
আন্তর্জাতিক যোগ দিবস টি ( International Yoga Day ) যোগ অনুশীলন এবং শারীরিক মানসিক সুস্থতার সামগ্রিক পদ্ধতির বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য দেওয়ার পালন করা হলো।
আজ ২১ শে জুন ২০২২
: আয়োজক :
দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পিএল ভি
পলাশ কুমার শিকদার।
International Yoga Day ( আন্তর্জাতিক যোগ দিবস ) দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে পালন করা হলো, নারই মওলানা আজাদ একাডেমি , গঙ্গারামপুর ব্লক । ২০১৪ সালের ২৭ শে সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী ২১ শে জুন তারিখটি কে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করার প্রস্তাব দেন। সেই বছরই ১১ ই ডিসেম্বরে রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ ২১ শে জুন তারিখটি কে আন�
Photo from Rejaul Mondal
আন্তর্জাতিক যোগাদিবসে বিভিন্ন ধরনের যোগাষন প্রদর্শনী ও যোগাষনে উৎসাহিত করা হয়। উপস্থিত পি এল ভি সাধন বর্মন, মোকতারুল মন্ডল, সারভিন খাতুন, নিতু মজুমদার, পলাশ মন্ডল, অজয় কুমার রবিদাস, ও রেজাউল মন্ডল। কুমার গঞ্জ ব্লক। তারিখ 21/06/22
আন্তর্জাতিক যোগা দিবস
যোগা দিবস উপলক্ষে মানুষ জন দের মধ্যে সচেতনতা করা হলো ও আইনি পরামর্শ প্রদান করা হয় ও লিফলেট বিতরণ করা হয়
আয়োজক
পি এল ভি
সোমা পাল সাহা
Photo from Arup Kr Sarkar
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে একটি আইনি সচেতনতা শিবির করা হলো। উপস্থিত রl পি এল ভি অরূপ কুমার সরকার ও গৌড় নিতাই হালদার।
International JOGA DAY
International joga day পালন করা হয় বালুরঘাট ব্লক NC High school ময়দানে
আয়োজক
পি এল ভি
সোমা পাল সাহা
International JOGA DAY
পালন করা হলো বালুরঘাট টাউন ক্লাবে মাঠে
উপস্থিত ছিলেন যোগা শিয্য ও গুরু রা
আয়োজক
পি এল ভি
সোমা পাল সাহা
Subscribe to:
Comments (Atom)