Search This Blog

Wednesday, February 12, 2025

Legal awareness camp kora ho lo. DLSA r karjo karita samparke jananoholo. Plv-Rima Mandal shil. Date-12/02/2025.


LLC

বালুরঘাট ব্লকের একটি হাই স্কুলের বাচ্চাদের নিয়ে একটি আইনি সচেতনতা শিবির আয়োজন করা হলো। আজ 12.02.2025  আলোচ্য বিষয় ছিল ।
সামনে মার্চের ৮ তারিখে যে লোক আদালত সম্পর্কে জানানো হয় , এছাড়াও চাইল্ড ম্যারেজ, চাইল্ড ট্রাফিকিং, চাইল্ড অ্যাবিউজ নিয়ে আলোচনা করা হলো।

আয়োজক পি এল ভি/অধিকারী মিত্র পূজা দাস ও সোমা পাল সাহা

Awareness Camp

12.02.2025 তারিখে যশাহার প্রাইমারি স্কুলের ছাত্র-ছাত্রীদের বাবা মা দের নিয়ে একটি আইনের সচেতনতা শিবির করা হলো আলোচ্য বিষয় ছিল ।
সামনে মার্চের ৮ তারিখে যে লোক আদালত আছে সেখানে মানুষ কিভাবে এবং কি কি সুবিধা পেতে পারে এলইডিসিএস এর সুবিধা ,, 

বর্তমানে আমাদের ডিস্ট্রিক চাইল্ড ম্যারেজ মুক্ত হওয়ার ,,,এ চাইল্ড ম্যারেজ নিয়ে যে বৃহৎ সমস্যা আর সৃষ্টি হয়েছে তা আমাদের জেলার  আধিকারিকদের স্বপ্ন বা ইচ্ছে চাইল্ড মেরেজমুক্ত জেলা করার চিন্তাভাবনা সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হলো

আয়োজক পি এল ভি
যুথিকা বর্মন দীপা দাস।

Awareness Camp 11/02/25

আজ 11/02/25 তারিখে কুশমন্ডী ব্লকের তিলডাঙ্গা জুনিয়ার হাই স্কুললের ছাত্র ছাত্রী ও শিক্ষকদের নিয়ে একটি আইনি সচেতনতা শিবির করা হয়। উক্ত শিবিরে বাল্য বিবাহ ও শিশু শ্রম, শিশু পাচার এবং ৮ ই মার্চ ২০২৫ লোক আদালতে যে সমস্ত মামলা বিনা পয়সায় নিষ্পত্তি হবে সে বিষয়ে আলোচনা করা হয়। আয়োজক পিএলবি পারুল পারভীন ও আজিজার রহমান।

Legal awareness camp

দক্ষিণ  দিনাজপুর - জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ  এর উদ‍্যোগে বালুরঘাট ব্লক এর যোগমায়া এলাকায়
     
   আজ 12 - 02 - 2025
 
   Legal Services Authority  act 1987  মাধ্যমে  সাধারণ মানুষরা  কিভাবে  আইনি সাহায্য  পাবে  সেই বিষয়ে  আলোকপাত  করা হলো ।
 NALSA টোল ফ্রি নম্বর 15100 প্রচার করা হয়, 
    শিশুদের  সু সাস্থ্য , শিশুদের  পুষ্টি , পরিস্কার পরিচ্ছন্নতা , বাল‍্য বিবাহ,  কুসংস্কার , শিশুশ্রম, যৌন  নির্যাতন,মানব পাচার, পরিযায়ী শ্রমিকদের বিষয়ে আলোচনা করা হলো , 
  উপস্থিত  ছিলেন  -  স্ব নির্ভর দলের মহিলাগণ
      
           :  আয়োজক  :
   
       Jaya Mondal
    ( Adhikar Mitra/ PLV )
District Legal Services  Authority,
 Dakshin Dinajpur