একটি মেয়ের বিয়ে ঠিক হচ্ছে এমনটাই চাইড লাইন মাধ্যমে খবর পেয়ে গতকাল ২১/১/২৩ তারিখ বালুরঘাট থানায় এলাকায় একটি ১৫ বছরের কিশোরীর বাড়িতে গিয়ে তার বাবা-মাকে বোঝানো হয় এবং মুচলেখা নেওয়া হয়। যাতে সে তার মেয়েকে ১৮ বছরের আগে বিবাহ না দেয়। উপস্থিত ছিল চাইল্ড লাইনের স্টাফ, বালুরঘাট থানার পুলিশ এবং ডি এল এস দক্ষিণ দিনাজপুর থেকে পি এল ভি পূজা দাস ও সোমা পাল সাহা।
Alternative Dispute Resolution (A.D.R.) Centre, District Court Complex, Balurghat, Dakshin DInajpur, West Bengal, India, 733101
Sunday, January 22, 2023
Stop child marriage
চাইড লাইন মাধ্যমে খবর পেয়ে গতকাল ২১/১/২৩ তারিখ পতিরাম থানায় এলাকায় একটি চাইল্ড ম্যারেজ আটকাতে গেলে ওখানে ১৩ বছর বয়সী একটি মেয়েকে রিকভার করা হয়। উপস্থিত ছিল চাইল্ড লাইনের স্টাফ, বালুরঘাট বিডিও অফিসের স্টাফ, প্রতিরাম থানার পুলিশ এবং ডি এল এস দক্ষিণ দিনাজপুর থেকে পি এল ভি পূজা দাস বর্তমানে মেয়েটিকে রায়গঞ্জ হোমে পাঠানো হয়েছে সিডাব্লিউ সির মাধ্যমে।
Stop child marriage
২০/১/২৩ বালুঘাট থানার চকভৃগু এলাকায় খবর পেয়ে একটি বাল্যবিবাহ রোধ করা হয়। উপস্থিত ছিল চাইল্ডলাইন বালুরঘাট থানার পুলিশ এবং পিএলভি পূজা দাস
Subscribe to:
Comments (Atom)