একটি মেয়ের বিয়ে ঠিক হচ্ছে এমনটাই চাইড লাইন মাধ্যমে খবর পেয়ে গতকাল ২১/১/২৩ তারিখ বালুরঘাট থানায় এলাকায় একটি ১৫ বছরের কিশোরীর বাড়িতে গিয়ে তার বাবা-মাকে বোঝানো হয় এবং মুচলেখা নেওয়া হয়। যাতে সে তার মেয়েকে ১৮ বছরের আগে বিবাহ না দেয়। উপস্থিত ছিল চাইল্ড লাইনের স্টাফ, বালুরঘাট থানার পুলিশ এবং ডি এল এস দক্ষিণ দিনাজপুর থেকে পি এল ভি পূজা দাস ও সোমা পাল সাহা।