
🌿 আন্তর্জাতিক যোগা দিবস ২০২৫ 🌿
স্থান: হ্যাপি হোম চাইল্ড লার্নিং স্কুল, বালুরঘাট
আজ এক আনন্দঘন পরিবেশে হ্যাপি হোম চাইল্ড লার্নিং স্কুলে আন্তর্জাতিক যোগা দিবস উদযাপিত হয়, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, দক্ষিণ দিনাজপুর (DLSA, DD)-এর উদ্যোগে।
এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন DLSA ও SDLSC-এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ নিখিলেশ কর্মকার, সঞ্জিত মন্ডল,সুপ্রিয় দত্ত, উৎপল মাহাতো, পিএল ভি অরূপ
কুমার সরকার সুপ্রিয়া সরকার, ইলা মন্ডল,রিম মন্ডল, অভিজিৎ সান্যাল, গৌর নিতাই হালদার,তপন মজুমদার,তন্দ্রা রয় জয়ন্তী মাহাতো, যূথিকা বর্মন দীপালি কাহার,ছাত্রছাত্রী, তাঁদের অভিভাবক, স্কুলের সম্মানীয় শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও অন্যান্য কর্মীবৃন্দ।
পতঞ্জলি বালুরঘাট শাখা-র সদস্যরাও যোগা প্রদর্শন ও সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এই দিবসের মূল উদ্দেশ্য ছিল—যোগাভ্যাসের মাধ্যমে শরীর ও মনের সুস্থতা বজায় রাখা এবং সকলের মধ্যে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করা।
আত্মশুদ্ধি, আত্মনিয়ন্ত্রণ ও মানসিক প্রশান্তির বার্তা পৌঁছে দিয়ে অনুষ্ঠানটি এক অনুপ্রেরণামূলক রূপ ধারণ করে।
🧘♂️ "সুস্থ দেহে, সুস্থ মনেই গড়ে ওঠে সুস্থ সমাজ" – এই ভাবনাকেই সামনে রেখে আজকের দিনটি উদযাপিত হল।