21.06.2025 আজ যোগা দিবস উপলক্ষে যে লাইনে পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে একটি যোগা ক্যাম্প অনুষ্ঠিত করা হলো।। দক্ষিণ দিনাজপুর শুভায়ন হোম এর বাচ্চা দের নিয়ে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর অফিসে স্টাফ প্রতীম কর্মকার, সঞ্জিত মন্ডল, অভিজিৎ ভৌমিক , plv অরুপ কুমার সরকার, অভিজিৎ সান্যাল,জয়া মন্ডল, ইলা মন্ডল,রাখি মোহন্ত,জয়ন্তী মাহাতো, গৌর নিতাই হালদার,তপন মজুমদার,অধিকার মিত্র/পি এল ভি।