আজ ১৫ই জুন ২০২৫ বিশ্ব জ্যেষ্ঠ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে একটি আইনি সচেতনতা শিবির করা হয়। উক্ত শিবিরে বয়স্কদের নিয়ে নির্যাতন প্রতিরোধ ও অধিকার এবং নিরাপত্তা বিষয়ে সচেতন করা হয়। এছাড়াও dlsa থেকে কী কী সুবিধা পেতে পারেন তাহা আলোচনা করা হয়। আয়োজক plv/ অধিকার মিত্র নাসিম রেজা, আফতাব হোসেন,তাজমুল ইসলাম ও সম্পা মন্ডল সরকার