দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের উদ্যোগে আজ একটি আইনি সচেতনতা শিবির এর আয়োজন করা হয়েছিল বংশীহারী ব্লকের এলাহাবাদ গ্ৰাম পঞ্চায়েতে।। সেখানে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের সম্পাদিকা মাননীয়া শ্রীমতী সঙ্গীতা চ্যাটাজী মহাশয়া, উপস্থিত শিশু শুরক্ষা আধীকারীক মাননীয় শ্রী তরুণ কুমার সামন্ত ও উপস্থিত ছিলেন বংশীহারী ব্লকের Jt.BDO,BDMO এবং আশা,অঙ্গনারী ও এলাহাবাদ স্কুলের ছাত্রীরা।। আয়োজক পি এল ভি -- নাসিম রেজা ও আফতাব হোসেন
Alternative Dispute Resolution (ADR) Centre, District Court Complex, Balurghat, 733101
Search This Blog
Tuesday, October 18, 2022
Photo from Mintu Pramanik
আগামী 12 নভেম্বর 2022 জাতীয় লোক আদালতে আইনি পরিসেবা পেতে সাধারণত মানুষের মধ্যে প্রচার করতে আইনি সচেতনতা শিবির করা হলো।স্থান বেলবাড়ী ১নংজি পি নারায়নপুর গ্রামে এছাড়া বাল্যবিবাহের কু ফল ও তার প্রতিকার, মানব পাচারকারীর খপ্পরে না পড়া, গার্হস্থ্য সহিংসতা, পক্সো আইন, শিশু বিচার আইনের বিভিন্ন ধারা, ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো। আয়োজক পি এল ভি মিন্টু প্রামানিক। তাং ইং 18/10/2022
Photo from Abdul Rashid Sarkar
আগামী 12 নভেম্বর 2022 জাতীয় লোক আদালতে আইনি পরিসেবা পেতে সাধারণত মানুষের মধ্যে প্রচার করতে আইনি সচেতনতা শিবির করা হলো।স্থান 10 নং উদয় জি পি। এছাড়া বাল্যবিবাহের কু ফল ও তার প্রতিকার, মানব পাচারকারীর খপ্পরে না পড়া, গার্হস্থ্য সহিংসতা, পক্সো আইন, শিশু বিচার আইনের বিভিন্ন ধারা, ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো। আয়োজক পি এল ভি আব্দুল রশিদ মিঞা ও খয়বর মণ্ডল। তাং ইং 18/10/2022
Photo from GOLAM RABBANI
দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগে গঙ্গারামপুর ব্লকের চালুন জিপি,র আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া এলাকায় শিবির করে প্রচার করা হলো,
আজ 18 -10-2022
Legal Services Authority act 1987 মাধ্যমে সাধারণ মানুষরা কিভাবে আইনি সাহায্য পাবে সেই বিষয়ে আলোকপাত করা হলো,
শিশুদের সু সাস্থ্য , পরিস্কার পরিচ্ছন্নতা , বাল্য বিবাহ, কুসংস্কার , শিশুশ্রম, যৌন নির্যাতন,মানব পাচার, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা আলোচনা করা, ডেঙ্গু সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হলো।
১২ই নভেম্বর ২০২২ লোক আদালতের মাধ্যমে কি কি সুবিধা পেতে পারেন, সেই বিষয়ে আলোকপাত করা হলো।
দাম্পত্য কলহ, পারিবারিক বিবাদ, সম্পত্তি সংক্রান্ত বিরোধ , দুর্ঘটনা জনিত ক্ষতিপূরণ দাবি , বীমা ও ঋণ সংক্রান্ত বিরোধ প্রভৃতি দেওয়ানী মামলার বিচার হয় এবং কম খরচে দ্রুত নিষ্পত্তির সম্ভাবনা থাকে।
বিভিন্ন ফৌজদারি মামলা মীমাংসা যোগ্য , সেগুলো লোক আদালতে পাঠানো যায় ।
মামলা রুজু হয়নি এমন যেকোনো বিবাদ লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয় । যেমন : - ব্যাঙ্ক লোন, টেলিফোন বিল, ফাইনান্স কম্পানির বিবাদ ইত্যাদি ।
( Pre- Litigation )
এখানে আদালতের বাহিরে আপোষ মীমাংসা ও মধ্যস্ততার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হয়।
লোক আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল হয় না।
বিশেষ করে লোক আদালতে মামলার মীমাংসা না হলে বিবাদমান পক্ষ সাধারণ আদালতে মামলা করতে পারে ।
কিভাবে লোক আদালতের মাধ্যমে মামলা নিষ্পত্তি করা যাবে, বিস্তারিত জানতে বিকল্প বিবাদ নিষ্পত্তি কেন্দ্র ( জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ) বালুরঘাট কোর্ট চত্বর , দক্ষিণ দিনাজপুর,
এবং
মহকুমা আইনি পরিষেবা কমিটি , গঙ্গারামপুর মহকুমা আদালত বুনিয়াদপুর এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হলো
: আয়োজক :
GOLAM RABBANI
( PLV )
District Legal Services Authority,
Dakshin Dinajpur
Subscribe to:
Comments (Atom)