দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের উদ্যোগে আজ একটি আইনি সচেতনতা শিবির এর আয়োজন করা হয়েছিল বংশীহারী ব্লকের এলাহাবাদ গ্ৰাম পঞ্চায়েতে।। সেখানে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের সম্পাদিকা মাননীয়া শ্রীমতী সঙ্গীতা চ্যাটাজী মহাশয়া, উপস্থিত শিশু শুরক্ষা আধীকারীক মাননীয় শ্রী তরুণ কুমার সামন্ত ও উপস্থিত ছিলেন বংশীহারী ব্লকের Jt.BDO,BDMO এবং আশা,অঙ্গনারী ও এলাহাবাদ স্কুলের ছাত্রীরা।। আয়োজক পি এল ভি -- নাসিম রেজা ও আফতাব হোসেন