২৫ এ বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষ্যে কচিকাচা দের নিয়ে আইনি সচেতনতা শিবির ও কুইজ প্রতিযোগিতা এবং দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিসেবা কতৃপক্ষের প্রাইজ বিতরন করা হলো। বন্যা বিদ্যুৎ চমকানো থেকেবাঁচতে এবং অপরিচিত লোকের কাছথেকে কিছু খাবার না খাওয়া ,তাদের যানবাহনে নাওঠা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো।স্থান নরসুন্দর পাড়া F P school.আয়োজক পি এল ভি আব্দুল রশিদ মিঞা।