Search This Blog

Thursday, December 1, 2022

আজ বিশ্ব এইডস দিবস উপলক্ষে আজ আইনি সচেতনতা শিবির করা হলো দাড়াল হাট গ্রামে ।plv shyama majumder(Paul)tapan block

দক্ষিণ  দিনাজপুর - জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ  এর উদ‍্যোগে গঙ্গারাামপুর ব্লকের  বাসুরিয়া  জিপির দামোদরপুর উপ স্বাস্থ্য  কেন্দ্রে   আইনি সচেতনতা  শিবির  ও বিশ্ব এইডস  দিবস ( ১ লা ডিসেম্বর ) সচেতনতার মাধ্যমে  পালন করা হলো 
 
   আজ - 01 /12/ 2022
   
১৯৮৮ সাল থেকে  সারা বিশ্বে  ১ লা ডিসেম্বর  বিশ্ব এইডস দিবস হিসাবে  পালন হয়ে আসছে। সেই মতো আজ দক্ষিণ  দিনাজপুর  - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ  এর মাননীয়া সেক্রেটারি  ম‍্যাডাম সঙ্গীতা চ‍্যাটার্জী মহাশয়ার নির্দেশে মানুষজনকে  সচেতন  করার উদ্দেশ্যে  এইডস  প্রতিরোধ   ও নিয়ন্ত্রণ নিয়ে সকল কে সচেতন  করতে এই দিনটি  পালন  করা হলো।             
        এইডস  হচ্ছে  হিউম্যান  ইমিউনো ডেফিয়েন্সি ভাইরাস  ( এইচআইভি  ) নামের  রেট্রোভাইরাসটি ।  মানুষের  রক্তে ও অন্যান্য  দেহরসেই একমাত্র  বেচে  থাকে এই ভাইরাস ।

 কি কি কারণে  হতে পারে এবং  লক্ষণ  সম্পর্কে  সচেতন  করার পাশাপাশি  সাবধানতা  অবলম্বনের উপরে  জোর  দেওয়া  হয়। 
       এইডস  সম্পর্কে  সচেতন  করার পাশাপাশি   Legal Services Authority  act 1987  এর মাধ্যমে  সাধারণ  মানুষরা  কিভাবে আইনি  সাহায্য  পাবে সেই  বিষয়ে  আলোকপাত  করা হলো । 
           
         শিশুদের  সু সাস্থ্য ,   পরিস্কার পরিচ্ছন্নতা ,    বাল‍্য বিবাহ,   মানব পাচার,     কুসংস্কার,   শিশু শ্রম,      যৌন নির্যাতন ,    সরকারি  বিভিন্ন  সুযোগ  সুবিধা  সম্পর্কে  এবং  ডেঙ্গু  সম্পর্কে  সচেতন  করা হলো।    
       উপস্থিত ছিলেন - 
  স্বাস্থ্য কর্মী, আশা কর্মী              
               
           :  আয়োজক  :

          ARIFUL ISLAM 
                  AND 
         GOLAM RABBANI

              ( PLV )
District Legal Services  Authority,
 Dakshin Dinajpur

Photo from GOLAM RABBANI

দক্ষিণ  দিনাজপুর - জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ  এর উদ‍্যোগে গঙ্গারাামপুর ব্লকের  চালুন   জিপির আর্থিক  ও সামাজিক  ভাবে পিছিয়ে  পড়া এলাকায়   আইনি সচেতনতা  শিবির  ও বিশ্ব এইডস  দিবস ( ১ লা ডিসেম্বর ) সচেতনতার মাধ্যমে  পালন করা হলো 
 
   আজ - 01 /12/ 2022
   
১৯৮৮ সাল থেকে  সারা বিশ্বে  ১ লা ডিসেম্বর  বিশ্ব এইডস দিবস হিসাবে  পালন হয়ে আসছে। সেই মতো আজ দক্ষিণ  দিনাজপুর  - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ  এর মাননীয়া সেক্রেটারি  ম‍্যাডাম সঙ্গীতা চ‍্যাটার্জী মহাশয়ার নির্দেশে মানুষজনকে  সচেতন  করার উদ্দেশ্যে  এইডস  প্রতিরোধ   ও নিয়ন্ত্রণ নিয়ে সকল কে সচেতন  করতে এই দিনটি  পালন  করা হলো।             
        এইডস  হচ্ছে  হিউম্যান  ইমিউনো ডেফিয়েন্সি ভাইরাস  ( এইচআইভি  ) নামের  রেট্রোভাইরাসটি ।  মানুষের  রক্তে ও অন্যান্য  দেহরসেই একমাত্র  বেচে  থাকে এই ভাইরাস ।

 কি কি কারণে  হতে পারে এবং  লক্ষণ  সম্পর্কে  সচেতন  করার পাশাপাশি  সাবধানতা  অবলম্বনের উপরে  জোর  দেওয়া  হয়। 
       এইডস  সম্পর্কে  সচেতন  করার পাশাপাশি   Legal Services Authority  act 1987  এর মাধ্যমে  সাধারণ  মানুষরা  কিভাবে আইনি  সাহায্য  পাবে সেই  বিষয়ে  আলোকপাত  করা হলো । 
           
         শিশুদের  সু সাস্থ্য ,   পরিস্কার পরিচ্ছন্নতা ,    বাল‍্য বিবাহ,   মানব পাচার,     কুসংস্কার,   শিশু শ্রম,      যৌন নির্যাতন ,    সরকারি  বিভিন্ন  সুযোগ  সুবিধা  সম্পর্কে  এবং  ডেঙ্গু  সম্পর্কে  সচেতন  করা হলো।    
       উপস্থিত ছিলেন - 
  স্বাস্থ্য কর্মী, আশা কর্মী              
               
           :  আয়োজক  :

          ARIFUL ISLAM 
                  AND 
         GOLAM RABBANI

              ( PLV )
District Legal Services  Authority,
 Dakshin Dinajpur

Photo from Abdul Rashid Sarkar

বিশ্ব এইডস দিবস উপলক্ষে একটি আইনি সচেতনতা শিবির করা হলো।স্থান আটাশ তলাপাড়া SSK School.   শিশু সুরক্ষা, শিশু পাচার চক্র থেকে বাঁচতে বিভিন্ন সচেতনতা মূলক আলোচনা,গুট টার্চ,বেট টার্চ সম্পর্কে ধারনা এবং করনীয় কি, শিশু বিচার আইনের বিভিন্ন ধারা, ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো।              আয়োজক পি এল ভি আব্দুল রশিদ মিঞা।               তাং ইং 01/12/2022 

Photo from Abdul Rashid Sarkar

বিশ্ব এইডস দিবস উপলক্ষে একটি আইনি সচেতনতা শিবির করা হলো।স্থান যদুখাড়ি আই সি ডি এস সেণ্টার। গঙ্গারামপুর ব্লক।  আজ এই দিনের গুরুত্ব, বাংলার বিবাহের কু ফল ও তার প্রতিকার, মানব পাচারকারীর খপ্পরে না পড়া। গার্হস্থ্য সহিংসতা, পক্সো আইন, শিশু বিচার আইনের বিভিন্ন ধারা, ডি এল এস এর কার্য্যক্রম, লোক আদালতে কি কি আইনী সুবিধা পাওয়া যায় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো। উপস্থিত ছিলেন বুথ মেম্বার বুধী তিরকী, দিদিমনি হেল্পার ও এলাকার মা এরা।                আয়োজক পি এল ভি আব্দুল রশিদ মিঞা।               তাং ইং 01/12/2022 

World Aids day celebration on 01/12/22 at khantapara under Kushmandi PS by Plv Umed Ali