Search This Blog

Saturday, December 7, 2024

GOLAM RABBANI

দক্ষিণ  দিনাজপুর - জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ  এর উদ‍্যোগে গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর   জিপি,র  শেখমিনা  আই সি ডি এস সেন্টারে বিশ্ব  প্রতিবন্ধী দিবস পালন ও আইনি সচেতনতা শিবির  অনুস্ঠিত হলো ।
     
   আজ 07 - 12 - 2024
 বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন এর সাথেসাথেই প্রচার করা হলো, 
 NALSA  TOLL FREE HELP LINE NUMBER -15100
   Legal Services Authority  act 1987  মাধ্যমে  সাধারণ মানুষরা  কিভাবে  আইনি সাহায্য  পাবে  সেই বিষয়ে  আলোকপাত  করা হলো, 
    শিশুদের  সু সাস্থ্য , শিশুদের  পুষ্টি , পরিস্কার পরিচ্ছন্নতা , বাল‍্য বিবাহ,  কুসংস্কার , শিশুশ্রম, যৌন  নির্যাতন,মানব পাচার, পরিযায়ী শ্রমিকদের বিষয়ে আলোচনা করা হলো , 
  উপস্থিত  ছিলেন  -  শিশু, কিশোরী অভিভাকেরা এবং আই সি ডি এস কর্মী, সহায়িকা 
                             

           :  আয়োজক  :
   
       GOLAM RABBANI
     ( PLV/ Adhikar Mitra )
District Legal Services  Authority,
 Dakshin Dinajpur

Legal awareness camp




LEGAL AWARENESS CAMP




Photo from Dipali Kahar

বালুরঘাট ব্লক এর একটি প্রাইমারি বিদ্যালয় এ এক আইনি সচেতনতা শিবির আয়াজন করা হলো  - শিশু দের পরিস্কার পরিচ্ছন্ন তা ,গুড টাচ, ব্যাড টাচ,  ইত্যাদি বিযয়  এ আলোচনা করা হল,
অধিকার মিত্র ( পি এল ভি)- দীপালি কাহার শিবির এর আয়োজন করেছে 

LAC

আজ 7/12/24 জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে একটি লিগেল অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং করা হলো বালুরঘাট ব্লকের একটি প্রাইমারি স্কুলের বাচ্চাদের নিয়ে, তাদের গুড টাচ ব্যাড টাচ চাইল্ড ট্রাফিকিং এই সম্পর্কে বোঝানো হলো এবং কি ভাবে এই সমস্ত বিষয় থেকে নিজেদের রক্ষা করা যায় সেই সম্পর্কেও বলা হলো। এছাড়াও পুষ্টিকর খাদ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয় নিয়ে আলোচনা করা হলো, dlsa থেকে পি এল ভি/অধিকারী মিত্র পূজা দাস ,সোমা পাল সাহা, তন্দ্রা রায় ও সুপ্রিয়া সরকার। আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন।