আজকে আবার এক নাবালিকার বিয়ে বন্ধ করা হলো ঘটনাটি ঘটেছে বংশীহারী ব্লকের নাওপাড়া এলাকায়। সেখানে উপস্থিত ছিলেন বংশীহারী ব্লক স্টাফ, পুলিশ প্রশাসন,পি এল ভি নাসিম রেজা, SAGKP এর সদস্য।
Alternative Dispute Resolution (A.D.R.) Centre, District Court Complex, Balurghat, Dakshin DInajpur, West Bengal, India, 733101
Wednesday, July 31, 2024
বাল্য বিবাহ আটকানো হলো
গোপন সূত্রে খবর পেয়ে আজ ইংরেজি ৩১ ৭ ২০২৪ তারিখে একটি বাল্যবিবাহ আটকানো হলো নাবালিকা শিশুর বিবরণ গীতা মুর্মু বয়স ১৭ বছর। পিতা শিব চাঁদ মুর্মু মাতা শ্যামলী মুর্মু বাড়ি তুলসীপুর পোস্ট গোপালভাঁটি থানা পতিরাম ছেলের বিবরণ গৌতম প্রসাদ পিতা রামচরণ প্রসাদ বাড়ি চেঙ্গিসপুর। প্রসাদ পাড়া, পোস্ট চেঙ্গিসপুর থানা বালুরঘাট উপস্থিত ছিলেন বালুরঘাট থানার পুলিশ চাইল্ড হেল্প লাইনে সদস্য ও জেলা আইনে পরিষেবা কর্তৃপক্ষের। পি এল ভি সোমা পাল সাহা ও সুপ্রিয়া সরকার। নাবালিকা শিশুটিকে বালুরঘাট থানায় আনা হয়েছে এবং সিডাব্লিউসি তে করানো হবে।
আইনের সচেতনতা শিবির
আজ বংশীহারী ব্লকে BLCP এর মিটিং আয়োজন করা হয়েছিল । সেখানে উপস্থিত ছিলেন বংশীহারী ব্লকের BDO,BDMO,EOMME,CDPO,BMOH, SHAVAPATI , পুলিশ প্রশাসন, বিভিন্ন NGO ও পি এল ভি নাসিম রেজা ও সম্পা মন্ডল (সরকার) ।
সেখানে আমাদের জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের কাজ কর্ম গুলো সম্পর্কে তুলে ধরা হয়।
সেখানে আমাদের জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের কাজ কর্ম গুলো সম্পর্কে তুলে ধরা হয়।
Subscribe to:
Comments (Atom)