Search This Blog

Wednesday, July 31, 2024

Child marriage

আজকে আবার এক নাবালিকার বিয়ে বন্ধ করা হলো ঘটনাটি ঘটেছে বংশীহারী ব্লকের নাওপাড়া এলাকায়। সেখানে উপস্থিত ছিলেন বংশীহারী ব্লক স্টাফ, পুলিশ প্রশাসন,পি এল ভি নাসিম রেজা, SAGKP  এর সদস্য। 

বাল্য বিবাহ আটকানো হলো

গোপন সূত্রে খবর পেয়ে আজ ইংরেজি ৩১ ৭ ২০২৪ তারিখে একটি বাল্যবিবাহ আটকানো হলো নাবালিকা শিশুর বিবরণ গীতা মুর্মু বয়স ১৭ বছর। পিতা শিব চাঁদ মুর্মু মাতা শ্যামলী মুর্মু বাড়ি তুলসীপুর পোস্ট গোপালভাঁটি থানা পতিরাম ছেলের বিবরণ গৌতম প্রসাদ পিতা রামচরণ প্রসাদ বাড়ি চেঙ্গিসপুর। প্রসাদ পাড়া, পোস্ট চেঙ্গিসপুর থানা বালুরঘাট উপস্থিত ছিলেন বালুরঘাট থানার পুলিশ চাইল্ড হেল্প লাইনে সদস্য ও জেলা আইনে পরিষেবা কর্তৃপক্ষের। পি এল ভি সোমা পাল সাহা ও সুপ্রিয়া সরকার। নাবালিকা শিশুটিকে বালুরঘাট থানায় আনা হয়েছে এবং সিডাব্লিউসি তে করানো হবে।

আইনের সচেতনতা শিবির

আজ বংশীহারী ব্লকে BLCP  এর মিটিং আয়োজন করা হয়েছিল । সেখানে উপস্থিত ছিলেন বংশীহারী ব্লকের BDO,BDMO,EOMME,CDPO,BMOH, SHAVAPATI , পুলিশ প্রশাসন, বিভিন্ন NGO ও পি এল ভি নাসিম রেজা ও সম্পা মন্ডল (সরকার) ।
সেখানে আমাদের জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের কাজ কর্ম গুলো সম্পর্কে তুলে ধরা হয়।