Search This Blog

Tuesday, July 8, 2025

LLC

আজ 8/7/25 জেলা আইনি পরিষেবা পক্ষের তরফ থেকে একটি আইনি সচেতনতা শিবি র আয়োজন করা হলো বালুরঘাট ব্লকের চেঙ্গিসপুর প্রাথমিক বিদ্যালয়ে।

     Mediation কি এবং কিভাবে এই প্রক্রিয়া উপযুক্ত ব্যবহার আমরা করতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা করা হলো, এছাড়াও পরিস্কার পরিচ্ছন্নতা , বাল‍্য বিবাহ,  কুসংস্কার , শিশুশ্রম, যৌন  নির্যাতন, মানব পাচার,  সাপ কামড়ালে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ, পরিযায়ী শ্রমিকদের বিষয়,অভিভাবকদের জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে কি ধরনের বিনামূল্যে আইনি পরিষেবা প্রদান করা হয়,সেই সমস্ত আলোচনা করা হলো। 
আয়োজক: PUJA DAS & SOMA PAL SAHA (PLV / ADHIKAR MITRA)

Panchaite asha lok jon der niye Legal awareness camp kora ho lo. Alochana bishay chilo ballo bibaho kufal shishu nirjatan shishu pachar nari nirjatan o DLSA Office r karjo karita samparke jananoholo plv-Rima Mandal shil. (Adhikar Mitra). Date- 08/07/2025.


Legal awareness camp

08.07.2025  তারিখে একটি আইনের সচেতনতা শিবির করা হয় নাজিরপুর অঞ্চলে আলোচ্য বিষয় ছিল মিডিয়েশন কি,,, মিডিয়েশন কিভাবে করা হয় বাল্যবিবাহ শিশু প্রচার শিশুশ্রম ইত্যাদি বিষয় 
আয়োজক PLV/অধিকার মিত্র
Juthika Barman 
জেলা আইনে পরিষেবা কর্তৃপক্ষ বালুরঘাট , দক্ষিণ দিনাজপুর

স্কুল ছুট

বংশীহারী ব্লকের বাজেহরিপুর গ্রামের এক স্কুল ছাত্রী মধুমিতা মাডি ,সে বর্তমানে পড়াশুনা থেকে বিরত আছে। স্কুলে ভর্তি করার কথা বললে সে আর পড়াশোনা করতে চায় না বলে জানায়।

অধিকার মিত্র নাসিম রেজা বংশীহারী ব্লক।


Photo from Abdul Rashid Sarkar

দক্ষিন দিনাজপুর জেলা আইনি পরিসেবা কতৃপক্ষের উদ্যোগে একটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। স্থান গঙ্গারামপুর ব্লকের অধীন আটাশ ICDS CENTER NO 423 ।আলোচনায় বিনা পয়সায় আইনি পরিসেবার সুবিধা সহ মধ্যস্থতার মাধ্যমে মামলার দ্রুত নিষ্পত্তির করা যায় তা বোঝানো হয়।এ ছাড়াও বাল্যবিবাহের কু ফল ও তার প্রতিকার, মানব পাচারকারীর খপ্পরে না পড়া, পরীযায়ী শ্রমিকদের বিভিন্ন সমষ্যা, শিশু বিচার আইনের বিভিন্ন ধারা, ডেঙ্গু প্রতিরোধে করণীয় কি,1098 ও 15100 নং এর প্রচার ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো। উপস্থিত ছিলেন সেন্টারে দিদিমনি, হেল্পার, এলাকার পঞ্চায়েত মেম্বার ও সাধারণ মানুষ।
তাং ইং 08/07/2025 আয়োজক আব্দুল রশিদ মিঞা পি এল ভি ( অধিকার মিত্র) দক্ষিন দিনাজপুর জেলা আইনি পরিসেবা কতৃপক্ষ। 

Photo from GOLAM RABBANI

দক্ষিণ  দিনাজপুর - জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ  এর উদ‍্যোগে গঙ্গারামপুর ব্লকের    আর্থিক ও সামাজিক ভাবে পিছিয়ে পড়া এলাকা নিতপুর আই সি ডি এস সেন্টারে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো ,
  আজ - 08 - 07 - 2025,
   Legal Services Authority  act 1987  মাধ্যমে  সাধারণ মানুষরা  কিভাবে  আইনি সাহায্য  পাবে  সেই বিষয়ে  আলোকপাত  করা হলো, 
     পরিস্কার পরিচ্ছন্নতা , বাল‍্য বিবাহ,  কুসংস্কার , শিশুশ্রম, যৌন  নির্যাতন,মানব পাচার,  সাপ কামড়ালে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ, পরিযায়ী শ্রমিকদের বিষয়ে আলোচনা করা হলো ,
    উপস্থিত ছিলেন- শিশু কিশোরী, অভিভাবকেরা ও আই সি ডি এস সহায়িকা এবং আই সি ডি এস কর্মি অনিতা কুজুর মহাশয়া           
           :  আয়োজক  :
   
     GOLAM RABBANI
     ( PLV /Adhikar Mitra)
District Legal Services  Authority,
 Dakshin Dinajpur