জেলা আইনে পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে বালুরঘাট এলাকায় ভাটপাড়া পঞ্চায়েতের লালমাটা ইট ভাটায় মহিলা শ্রমিকদের নিয়ে একটি আইনি সচেতনতা শিবির আয়োজন করা হয়েছে আলোচ্য বিষয় ছিল চাইল ম্যারেজ কুফল ও তার প্রতিকার শিশু পাচার মানব পাচার ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পরিষেবা মূলক কাজকর্ম। আয়োজক পি এল ভি রা সোমা পাল সাহা, সুপ্রিয়া শীল দিপালী কাহার ও ইলা মন্ডল
Alternative Dispute Resolution (ADR) Centre, District Court Complex, Balurghat, 733101
Search This Blog
Tuesday, March 19, 2024
বালুরঘাট: আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে লালমাটি এলাকায় মিছিলের আয়োজন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের https://public.app/video/sp_46glk1vvyuw8y?utm_medium=android&utm_source=share
দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের উদ্যোগে কুমারগঞ্জ ব্লকের ভৌওর গ্রাম পঞ্চায়েতে স্বনির্ভর দলের মহিলাদের নিয়ে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। আজ 15/03/2024.বিষয় জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের সম্পর্কে ধারণা, মহিলাদের অধিকার, আইনি সাহায্য কিভাবে পাবে, বাল্যবিবাহ, পরিযায়ী শ্রমিক এবং সরকারি পরিষেবা বিষয়ে আলোচনা করা হয়। আয়োজক: Moktarul Mandal Plv Dlsa d/dinajpur
Photo from GOLAM RABBANI
দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগে গঙ্গারামপুর ব্লকের চালুন জিপি,র আর্থিক ও সামাজিক ভাবে পিছিয়ে পড়া এলাকায় শিবির অনুস্ঠিত হলো ।
আজ 19- 03 - 2024
Legal Services Authority act 1987 মাধ্যমে সাধারণ মানুষরা কিভাবে আইনি সাহায্য পাবে সেই বিষয়ে আলোকপাত করা হলো,
শিশুদের সু সাস্থ্য , শিশুদের পুষ্টি , পরিস্কার পরিচ্ছন্নতা , বাল্য বিবাহ, কুসংস্কার , শিশুশ্রম, যৌন নির্যাতন,মানব পাচার, পরিযায়ী শ্রমিকদের বিষয়ে আলোচনা করা হলো ,
উপস্থিত ছিলেন - রেশন তুলতে আসা লোকজন
: আয়োজক :
GOLAM RABBANI
( PLV )
District Legal Services Authority,
Dakshin Dinajpur
Subscribe to:
Comments (Atom)