দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের উদ্যোগে কুমারগঞ্জ ব্লকের ভৌওর গ্রাম পঞ্চায়েতে স্বনির্ভর দলের মহিলাদের নিয়ে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। আজ 15/03/2024.বিষয় জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের সম্পর্কে ধারণা, মহিলাদের অধিকার, আইনি সাহায্য কিভাবে পাবে, বাল্যবিবাহ, পরিযায়ী শ্রমিক এবং সরকারি পরিষেবা বিষয়ে আলোচনা করা হয়। আয়োজক: Moktarul Mandal Plv Dlsa d/dinajpur