Search This Blog

Friday, September 30, 2022

কুমারগঞ্জ ব্লকের ভৌওর গ্রাম পঞ্চায়েত এর পথ চলতি মানুষ দের জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের কার্যকলাপ সম্পর্কে ধারণা ও ডেঙ্গু সচেতনতা বিষয়ে মানুষ দের জানানো হয় এবং মাইক প্রচার করা হয়। পি এল ভি মোক্তারুল মন্ডল। কুমারগঞ্জ ব্লক।

এক নাবালিকাকে ফিরে আনা হয়

বংশীহারী ব্লকের জোড়দীঘী এলাকায় এক নাবালিকা তিন মাস আগে সুন্দরবন এলাকায় এক ছেলের সঙ্গে চলে যায় তারপর সেই নাবালিকা মেয়েটি সুন্দরবনের এক হোমে থাকে । গতকাল মেয়েটি কে সেখান থেকে নিয়ে আসা হয় এবং তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।।
দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের উদ্যোগে ও পি এল ভি নাসিম রেজা মধ্যে দিয়ে সেই নাবালিকা মেয়েটিকে ফিরে আসে ।।