Search This Blog

Tuesday, September 2, 2025

Child Marriage Stop on 02-09-2025 at Pirpal, Lakshitala under Gangarampur block, Abdul Hannan ( ASI) Gangarampur Police Station and Sanjay Sarkar ( Adhikar Mitra/PLV ) - DLSA , Dakshin Dinajpur present this Programme



Child line  মারফত জানতে পারি যে বালুরঘাট নাইন জুলফ ক্লাব এর কাছে একটি পরিবারের একটি ছেলে পরিবারের ফাইনান্সিয়াল অবস্থা খুবই খারাপ। তার মা কলকাতাতে কাজ করে কিন্তু এখন অসুস্থ এবং তার বাবা দুই বাচ্চা কে রাখছে কোন কাজকর্ম করে না। সেই কারণে বাচ্চাগুলো সবদিক থেকে খুবই কষ্ট পাচ্ছে। Childলাইন ও পি এল ভি তন্দ্রা রায়  সেখানে যায় এবং তাদের সরকারি সুযোগ-সুবিধা কি কি পাবে সেগুলো জানানো হয় এবং তাদেরকে আগামীকাল DMঅফিসে যোগাযোগ করতে বলা হয়।


Thanks and Regards, 
Tandra Roy.

Photo from Abdul Rashid Sarkar

গঙ্গারামপুর থানায় উপস্থিত সাধারণ মানুষের মধ্যে দক্ষিন দিনাজপুর জেলা আইনি পরিসেবা কতৃপক্ষের Leaflet Distribution এবং Mediation for the Nation প্রচার করা হলো। আব্দুল রশিদ মিঞা পি এল ভি (অধিকার মিত্র) অধীন দক্ষিন দিনাজপুর জেলা আইনি পরিসেবা কতৃপক্ষ।
তাং ইং 02/09/2025