Child line মারফত জানতে পারি যে বালুরঘাট নাইন জুলফ ক্লাব এর কাছে একটি পরিবারের একটি ছেলে পরিবারের ফাইনান্সিয়াল অবস্থা খুবই খারাপ। তার মা কলকাতাতে কাজ করে কিন্তু এখন অসুস্থ এবং তার বাবা দুই বাচ্চা কে রাখছে কোন কাজকর্ম করে না। সেই কারণে বাচ্চাগুলো সবদিক থেকে খুবই কষ্ট পাচ্ছে। Childলাইন ও পি এল ভি তন্দ্রা রায় সেখানে যায় এবং তাদের সরকারি সুযোগ-সুবিধা কি কি পাবে সেগুলো জানানো হয় এবং তাদেরকে আগামীকাল DMঅফিসে যোগাযোগ করতে বলা হয়।
Thanks and Regards,
Tandra Roy.