Search This Blog

Friday, November 28, 2025

Photo collage

  Door to door Campaign Puntair village bhour gram panchayat kumarganj block. Plv Moktarul mandal date- 28/11/2025.

Legal awareness camp

Sir,

গত 26.11.2025 তারিখে সংবিধান  দিবস উপলক্ষে একটি আইন সচেতনতা শিবি র  আয়োজন করা হয়েছিল রাজুয়া হাই স্কুলে, বোয়াল দার জিপি বালুরঘাট ব্লক দক্ষিণ দিনাজপুর। আয়োজক পি এল বি তন্দ্রা রায় ও শুভঙ্কর অধিকারী। ,  আলোচনার বিষয় বাল্যবিবাহ , শিশুশ্রম, শিশু পাচার, ডিএলএস এ থেকে পাওয়া বিভিন্ন সুবিধাগুলো নিয়ে আলোচনা  করা হয়। 
 ,lআয়োজক অধিকার মিত্র/পিএল ভি শুভঙ্কর অধিকারী ও তন্দ্রা রায়

Regards and faithfully
Subhankar Adhikary
107/Plv/DLSA/DD



Success Stories


SUCCESS STORY

কেস: অপ্রাপ্তবয়স্ক বিয়ে রোধ ও নিরাপদ পুনর্বাসন

মেয়ের নাম: অর্চনা মুর্মু (১৬)
পিতা: লক্সম্যান মুর্মু
মাতা: শেফালী মার্ডি
সঙ–নেত্রাডাঙ্গা, পোস্ট–কুরাহার, থানা–কুমারগঞ্জ

ছেলের নাম: জুয়েল টুডু (১৭)
পিতা: কালীরাম টুডু
মাতা: ময়না সরেন
সঙ–রায়পুর, পোস্ট–বল্লা, থানা–পতিরাম


ঘটনার সারসংক্ষেপ

গোপন সূত্রে তথ্য প্রাপ্তির পর জানা যায় যে অপ্রাপ্তবয়স্ক অর্চনা মুর্মু (১৬) একটি অপ্রাপ্তবয়স্ক ছেলে জুয়েল টুডু (১৭)-এর সঙ্গে বিয়ে করে ছেলের বাড়িতে স্বামী–স্ত্রী হিসেবে বসবাস করছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আমরা অবিলম্বে মেয়েটির বাড়িতে উপস্থিত হয়ে বিষয়টি যাচাই করি এবং সত্যতা নিশ্চিত হই।

পরবর্তীতে আইনি প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি দ্রুত পতিরাম থানায় জানানো হয়। পুলিশের সহযোগিতায় আমরা ছেলের বাড়িতে গিয়ে উভয়কেই নিরাপদে উদ্ধার করে থানায় নিয়ে আসি।


আইনি ও পুনর্বাসন প্রক্রিয়া

1. চার লাইনে তথ্য প্রেরণসহ শিশু সংক্রান্ত আইনানুগ প্রক্রিয়া শুরু করা হয়।


2. উভয়কেই CWC (Child Welfare Committee)-তে প্রোডাকশনের জন্য উপস্থাপন করা হয়।


3. মেয়েটিকে CrPC 164 ধারার অধীনে বিবৃতি রেকর্ডের জন্য নিয়ে যাওয়া হয়।


4. বিবৃতি ও পর্যবেক্ষণের ভিত্তিতে CWC মেয়েটিকে তার বাবা-মায়ের জিম্মায় ফেরত পাঠানোর নির্দেশ প্রদান করে।


5. মেয়ের পরিবারকে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয় যে মেয়ের বয়স ১৮ পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে ছেলের বাড়িতে পাঠানো যাবে না।


6. ছেলেটিকে তার পরিবারের জিম্মায় পাঠানো হয় এবং তাকে সতর্ক করা হয় যে ২১ বছর পূর্ণ হওয়ার আগে সে মেয়েটিকে নিজের কাছে নিয়ে আসতে পারবে না।


বর্তমান অবস্থা

বর্তমানে অর্চনা মুর্মু তার বাবা-মায়ের কাছে নিরাপদে বসবাস করছে এবং জুয়েল টুডুও তার নিজ বাড়িতে রয়েছে। উভয় পরিবারের কাছে আইনি বিধিনিষেধ ও শিশু সুরক্ষা সম্পর্কিত সকল নির্দেশ স্পষ্টভাবে পৌঁছে দেওয়া হয়েছে। ভবিষ্যতে পুনরায় এমন ঘটনা যাতে না ঘটে সে বিষয়েও যথাযথ পরামর্শ প্রদান করা হয়েছে।

Prepared & Submitted by:

Jaya Mondal , juthika Barman 
PLV (Adhikar Mitra)
Under DLSA, Dakshin Dinajpur, Balurghat
20.11.2025

Success Stories


SUCCESS STORY

কেস: অপ্রাপ্তবয়স্ক বিয়ে রোধ ও নিরাপদ পুনর্বাসন

মেয়ের নাম: অর্চনা মুর্মু (১৬)
পিতা: লক্সম্যান মুর্মু
মাতা: শেফালী মার্ডি
সঙ–নেত্রাডাঙ্গা, পোস্ট–কুরাহার, থানা–কুমারগঞ্জ

ছেলের নাম: জুয়েল টুডু (১৭)
পিতা: কালীরাম টুডু
মাতা: ময়না সরেন
সঙ–রায়পুর, পোস্ট–বল্লা, থানা–পতিরাম


ঘটনার সারসংক্ষেপ

গোপন সূত্রে তথ্য প্রাপ্তির পর জানা যায় যে অপ্রাপ্তবয়স্ক অর্চনা মুর্মু (১৬) একটি অপ্রাপ্তবয়স্ক ছেলে জুয়েল টুডু (১৭)-এর সঙ্গে বিয়ে করে ছেলের বাড়িতে স্বামী–স্ত্রী হিসেবে বসবাস করছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আমরা অবিলম্বে মেয়েটির বাড়িতে উপস্থিত হয়ে বিষয়টি যাচাই করি এবং সত্যতা নিশ্চিত হই।

পরবর্তীতে আইনি প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি দ্রুত পতিরাম থানায় জানানো হয়। পুলিশের সহযোগিতায় আমরা ছেলের বাড়িতে গিয়ে উভয়কেই নিরাপদে উদ্ধার করে থানায় নিয়ে আসি।


আইনি ও পুনর্বাসন প্রক্রিয়া

1. চার লাইনে তথ্য প্রেরণসহ শিশু সংক্রান্ত আইনানুগ প্রক্রিয়া শুরু করা হয়।


2. উভয়কেই CWC (Child Welfare Committee)-তে প্রোডাকশনের জন্য উপস্থাপন করা হয়।


3. মেয়েটিকে CrPC 164 ধারার অধীনে বিবৃতি রেকর্ডের জন্য নিয়ে যাওয়া হয়।


4. বিবৃতি ও পর্যবেক্ষণের ভিত্তিতে CWC মেয়েটিকে তার বাবা-মায়ের জিম্মায় ফেরত পাঠানোর নির্দেশ প্রদান করে।


5. মেয়ের পরিবারকে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয় যে মেয়ের বয়স ১৮ পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে ছেলের বাড়িতে পাঠানো যাবে না।


6. ছেলেটিকে তার পরিবারের জিম্মায় পাঠানো হয় এবং তাকে সতর্ক করা হয় যে ২১ বছর পূর্ণ হওয়ার আগে সে মেয়েটিকে নিজের কাছে নিয়ে আসতে পারবে না।


বর্তমান অবস্থা

বর্তমানে অর্চনা মুর্মু তার বাবা-মায়ের কাছে নিরাপদে বসবাস করছে এবং জুয়েল টুডুও তার নিজ বাড়িতে রয়েছে। উভয় পরিবারের কাছে আইনি বিধিনিষেধ ও শিশু সুরক্ষা সম্পর্কিত সকল নির্দেশ স্পষ্টভাবে পৌঁছে দেওয়া হয়েছে। ভবিষ্যতে পুনরায় এমন ঘটনা যাতে না ঘটে সে বিষয়েও যথাযথ পরামর্শ প্রদান করা হয়েছে।

Prepared & Submitted by:

Jaya Mondal , juthika Barman 
PLV (Adhikar Mitra)
Under DLSA, Dakshin Dinajpur, Balurghat
20.11.2025

14th November Children day

দক্ষিণ  দিনাজপুর - জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ  এর উদ‍্যোগে দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর  নির্দেশে  বালুরঘাট  ব্লকের  হোম এর শিশু দের নিয়ে   শিশু দিবস  ( Children's Day- 14 November  ) পালন করা হলো,
একটি র‍্যালী করা হলো 
  
   আজ 14- 11 - 2025
      দেশের  প্রথম  প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল  নেহরুর জন্মদিনে  শ্রদ্ধার্ঘ জানাতেই শিশু  দিবস  হিসেবে  চিহ্নিত   হয়েছে ।
     দেশের  ভবিষ্যৎ  গঠনে  শিশুদের  গুরুত্বকে মনে করেই ১৪ ই নভেম্বর  শিশু  দিবস  পালিত  হয়। শিশুদের  অধিকার  সম্পর্কে  সব মানুষ কে সচেতন  করা হয়। শিশুরা যাতে সঠিক শিক্ষা  পায়, দেশের  সংস্কৃতি  সম্পর্কে  শিক্ষা  পায়,  পাশাপাশি  শিশুদের  সঠিক  পুষ্টির প্রয়োজনীয়তা  তুলে ধরা হয় । 
 
    শিশুদের  সু সাস্থ্য , শিশুদের  পুষ্টি , পরিস্কার পরিচ্ছন্নতা , বাল‍্য বিবাহ,  কুসংস্কার , শিশুশ্রম, যৌন  নির্যাতন, শিশু পাচার বিষয়ে  সচেততামূলক প্রচার করা হলো,
                               আয়োজক  plv 
জয়া মন্ডল, দিপা দাস, যুথিকা বর্মন, অরূপ কুমার সরকার

GOLAM RABBANI

Legal Awareness Camp held on 27-11-2025 at SULTANPUR ST PARA  ICDS Centre, JAHANGIRPUR GP  under Gangarampur Block ,
Roshika Tamang -ICDS Supervisor and ICDS Worker present this Programme,
 Organized by - GOLAM RABBANI
Adhikar Mitra/PLV
District Legal Services Authority,
Dakshin Dinajpur

GOLAM RABBANI

Legal Awareness Camp held on 27-11-2025 at SULTANPUR  ICDS Centre, JAHANGIRPUR GP  under Gangarampur Block ,
Roshika Tamang -ICDS Supervisor and ICDS Worker present this Programme,
 Organized by - GOLAM RABBANI
Adhikar Mitra/PLV
District Legal Services Authority,
Dakshin Dinajpur