Search This Blog

Saturday, November 26, 2022

আজ ইংরেজি 26 শে নভেম্বর সংবিধান দিবস উপলক্ষে এনসি হাইস্কুল ছাত্রাবাসে শিশুদেরকে নিয়ে একটি আইনি সচেতনতা শিবির করা হলো। উক্ত শিবিরের আয়োজক পি এল ভি অভিজিৎ সান্যাল ও অরূপ কুমার সরকার।

Photo from Arup Kr Sarkar

আজ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে জাতীয় আইন দিবস পালন করা হলো বালুরঘাট থানা মোড়ে। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডেইলি লেবার ও সাধারণ মানুষ। দক্ষিণ দিনাজপুর আইনি পরিষেবা কর্তৃপক্ষের মাধ্যমে সরকারি কি কি সুবিধা বিন্যাসায় পাওয়া যাবে সেসব বিষয় নিয়ে আলোচনা করা হলো। আগামী ১২ ই নভেম্বর জাতীয় লোক আদাল ত দিবসে কি কি সুবিধা পাওয়া যাবে সে বিষয়ে আলোচনা করা হলো। উক্ত আলোচনা সভায় উপস্থিত পিএলভি অরূপ কুমার সরকার, অভিজিৎ সান্যাল ও গৌর নিতাই হালদার। 

Photo from Mintu Pramanik

 আজ 25/11/২০২২ তারিখে বাল্যবিবাহ বন্ধ করা হল।
  গংগারামপুর ব্লকের ১নংবেলবাড়ী অঞ্চলের দক্ষিণ বেলবাড়ী গ্রামের     
              অধীন রাজবংশীর ছেলে অনাথ রাজবংশী সঙ্গে বিবাহ হচ্ছিল নাবালিকা কন্যা  সোমা রাজবংশী যার বয়স ১৭ বছর । 
  পিতা সুনাই রাজবংশী ধলদিঘী গ্রামের গংগারামপুর থানার স্থায়ী বাসিন্দা।
       
                                                                              
      উপস্থিত ছিলেন গংগারামপুর ব্লকের BWO Sir বাসুদেব পাল ও   MRGUS Sir স্বরূপ বসাক
       গংগারামপুর থানার SI sir গোলাম মোরতাজা ও অন্যান্য স্টাফ।
       
      স্পার্শ আইনি সহায়ক হিসাবে
                  মিন্টু প্রামাণিক