আজ 25/11/২০২২ তারিখে বাল্যবিবাহ বন্ধ করা হল।
গংগারামপুর ব্লকের ১নংবেলবাড়ী অঞ্চলের দক্ষিণ বেলবাড়ী গ্রামের
অধীন রাজবংশীর ছেলে অনাথ রাজবংশী সঙ্গে বিবাহ হচ্ছিল নাবালিকা কন্যা সোমা রাজবংশী যার বয়স ১৭ বছর ।
পিতা সুনাই রাজবংশী ধলদিঘী গ্রামের গংগারামপুর থানার স্থায়ী বাসিন্দা।
উপস্থিত ছিলেন গংগারামপুর ব্লকের BWO Sir বাসুদেব পাল ও MRGUS Sir স্বরূপ বসাক
গংগারামপুর থানার SI sir গোলাম মোরতাজা ও অন্যান্য স্টাফ।
স্পার্শ আইনি সহায়ক হিসাবে
মিন্টু প্রামাণিক