Search This Blog

Wednesday, December 18, 2024

Awareness Camp

মহিলা ও শিশু পাচার রুখতে অনুষ্ঠিত হলো একদিনের কর্মশালা 

আজ ১৮ ডিসেম্বর ২০২৪, দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের তিওড় কিষান মান্ডিতে অনুষ্ঠিত হলো মহিলা ও শিশু পাচারে রুখতে একদিনের একটি কর্মশালা। এই কর্মশালাটি আয়োজন করেন দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং উজ্জীবন সোসাইটি।  আজকের এই কর্মশালায় উপস্থিত ছিলেন অ্যান্টি  হিউম্যান ট্রাফিকিং ইউনিট বিএসএফের পক্ষ থেকে আকশি সিং, অজিত সিং, প্রমুখ। মূলত বালুরঘাট আইন মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। আজকের এই কর্মশালায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বালুরঘাট জেলা আদালতের আইনজীবী দেবাঙ্গনা ঘোষ দস্তিদার। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আইনি পার্শ্বসেবক তথা অধিকার মিত্র অর্পিতা দাস, উজ্জীবন সোসাইটির সভাপতি অমল মন্ডল, সহসম্পাদক পরিমল মাহাতো, সক্রিয় কর্মী দেবাশীষ সরকার প্রমুখ। পারিবারিক গার্হস্থ্য হিংসা নিবারক আইন ২০০৫,  এর উপর আজকের সেমিনারে আলোচিত হয়। পাশাপাশি নারী ও শিশু পাচার প্রতিরোধ রুখতে সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে কিভাবে প্রশাসনিক কাজ হচ্ছে তার উপরে বিস্তারিত আলোচনা হয়।

Legal awareness camp

Madam,
I am sending the legal awareness camp report on 18th December- 24 at No.5 Deul Gram Panchayet under Kushmandi block.

Please  find it attached to this email.

Regard 
Belal Hossain 
PLV, Adhikarmitra
DLSA

Camp

Legal awareness program held on balurghat utkarsha bangla training center Plv Jaya Mondal Date of 18.12.2024