Alternative Dispute Resolution (ADR) Centre, District Court Complex, Balurghat, 733101
Search This Blog
Wednesday, June 15, 2022
Photo from Rejaul Mondal
কুমার গঞ্জ ব্লকের মহিপুর সংসদ এলাকার মানুষদের নিয়ে, বিভিন্ন ধরনের সচেতনতা মূলক আলোচনার মাধ্যমে ,প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালন করা হল। আয়োজক পি এল ভি সারভিন খাতুন, অজয় কুমার রবিদাস ও রেজাউল মন্ডল। তারিখ 15/06/22
Photo from Abdul Rashid Sarkar
WORLD ELDER ABUSE AWARENESS DAY উপলক্ষে একটি আইনি সচেতনতা শিবির করা হলো। উপস্থিত লোকজনের মধ্যে আজকের দিনে র বিষয় সম্পর্কে আলোচনা , বাল্য বিবাহের কুফল ও তার প্রতিকার, গার্হস্থ্ সহিংসতা, শিশু সুরক্ষা, ও শিশু বিচার আইন,এলাকায় স্কুল ছুট ছাত্র ছাত্রী থাকলে তাদের স্কুল মুখি করার পরামর্শ ও ব্যাবস্থা গ্রহন ইত্যাদি বিষয়ে সচেতন করা হলো। স্থান ছাতরা পাড়া। গঙ্গারামপুর ব্লক। আয়োজক আব্দুল রশিদ মিঞা,(পি এল ভি) দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিসেবা কতৃপক্ষ। তাং ইং 15/06/2022
গঙ্গারামপুর ব্লকের ৩/২ বেলবাড়ী জিপির পাটনের অসহায় সম্বল হীন প্রিয়ন্কা ঘোষ এর বাড়ির চাল ঝড়ে গাছ ভেঙ্গে নষ্ট হয়ে যায় । বর্তমানে বৃষ্টি হলে থাকার জায়গা জল ঢুকে পড়ছে। খুবই কষ্টে আছেন । মানুষের সমস্ত কথা শুনে দরখাস্ত লিখে দিয়ে প্রধান সাহেবার সঙ্গে যোগাযোগ করি। প্রধান সাহেবা মানবিক ভাবে সঙ্গে সঙ্গে খোঁজ নেই এবং একটি পলিথিন বরাদ্দ করিলেন। দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরি
Photo from Rejaul Mondal
প্রতিটি পরিবারে মহিলাদের উপর বাচ্চা থেকে বয়স্ক সকলের যত্ন ও দেখাশোনার দায়িত্ব থাকে। তাই বাফরা আই সি ডি এসে আসা মায়েদের নিয়ে বিনামূল্যে আইনি পরিষেবা, বাল্যবিবাহ প্রতিরোধ, ভিকটিম কমপেনসেশন, পকসো আইন, প্রবীণদের প্রতি যত্ন ও ভালো ব্যাবহার করা প্রভৃতি বিষয়ে আলোচনার মাধ্যমে প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালন করা হল। তারিখ 15/06/22 আয়োজক পি এল ভি রেজাউল মন্ডল, সারভিন খাতুন, অজয় কুমার রবিদাস কুমার গঞ্জ ব্লক।
Subscribe to:
Comments (Atom)