প্রতিটি পরিবারে মহিলাদের উপর বাচ্চা থেকে বয়স্ক সকলের যত্ন ও দেখাশোনার দায়িত্ব থাকে। তাই বাফরা আই সি ডি এসে আসা মায়েদের নিয়ে বিনামূল্যে আইনি পরিষেবা, বাল্যবিবাহ প্রতিরোধ, ভিকটিম কমপেনসেশন, পকসো আইন, প্রবীণদের প্রতি যত্ন ও ভালো ব্যাবহার করা প্রভৃতি বিষয়ে আলোচনার মাধ্যমে প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালন করা হল। তারিখ 15/06/22 আয়োজক পি এল ভি রেজাউল মন্ডল, সারভিন খাতুন, অজয় কুমার রবিদাস কুমার গঞ্জ ব্লক।