WORLD ELDER ABUSE AWARENESS DAY উপলক্ষে একটি আইনি সচেতনতা শিবির করা হলো। উপস্থিত লোকজনের মধ্যে আজকের দিনে র বিষয় সম্পর্কে আলোচনা , বাল্য বিবাহের কুফল ও তার প্রতিকার, গার্হস্থ্ সহিংসতা, শিশু সুরক্ষা, ও শিশু বিচার আইন,এলাকায় স্কুল ছুট ছাত্র ছাত্রী থাকলে তাদের স্কুল মুখি করার পরামর্শ ও ব্যাবস্থা গ্রহন ইত্যাদি বিষয়ে সচেতন করা হলো। স্থান ছাতরা পাড়া। গঙ্গারামপুর ব্লক। আয়োজক আব্দুল রশিদ মিঞা,(পি এল ভি) দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিসেবা কতৃপক্ষ। তাং ইং 15/06/2022