Alternative Dispute Resolution (ADR) Centre, District Court Complex, Balurghat, 733101
Search This Blog
Thursday, April 24, 2025
Photo collage
Door to door Campaign bhour gram panchayat kumarganj block. plv / Adhikar mitra Moktarul mandal. Date- 24/04/2025
Photo from GOLAM RABBANI
দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগে গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর জিপি,র কেশবপুর দক্ষিণ পাড়া আই সি ডি এস সেন্টারে আইনি সচেতনতা শিবির অনুস্ঠিত হলো ।
আজ 24 - 04 - 2025
Legal Services Authority act 1987 মাধ্যমে সাধারণ মানুষরা কিভাবে আইনি সাহায্য পাবে সেই বিষয়ে আলোকপাত করা হলো ।
NALSA টোল ফ্রি নম্বর 15100 প্রচার করা হয়,
শিশুদের সু সাস্থ্য , শিশুদের পুষ্টি , পরিস্কার পরিচ্ছন্নতা , বাল্য বিবাহ, কুসংস্কার , শিশুশ্রম, যৌন নির্যাতন,মানব পাচার, পরিযায়ী শ্রমিকদের বিষয়ে আলোচনা করা হলো ,
উপস্থিত ছিলেন - শিশু, কিশোরী অভিভাকেরা এবং আই সি ডি এস সহায়িকা, আই সি ডি এস কর্মী
: আয়োজক :
PREYOSI CHAKROBORTY,
AND
GOLAM RABBANI
( Adhikar Mitra/ PLV )
District Legal Services Authority,
Dakshin Dinajpur
দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগে গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর জিপি,র মীনাপাড়া আই সি ডি এস সেন্টারে আইনি সচেতনতা শিবির অনুস্ঠিত হলো । আজ 24 - 04 - 2025 Legal Services Authority act 1987 মাধ্যমে সাধারণ মানুষরা কিভাবে আইনি সাহায্য পাবে সেই বিষয়ে আলোকপাত করা হলো । NALSA টোল ফ্রি নম্বর 15100 প্রচার করা হয়, শিশুদের সু সাস্থ্য , শিশুদের পুষ্টি , পরিস্কার পরিচ্ছন্নতা , বাল্য
বাল্যবিবাহের আটকানো হলো
আজ চাইল্ড লাইন মারফত খবর পেয়ে একটি চাইল্ড ম্যারেজ আটকানো হলো বালুরঘাট ব্লকের ভাটপাড়া পঞ্চায়েতের বাড়িতে কেউ না থাকার কারণে নাবালিকা মেয়েকে আনা হয়নি। মেয়েটি নয় মাস থেকে সংসার করছে। ছেলেরা আত্মীয় বালুরঘাট হাসপাতালে ইমার্জেন্সি অবস্থিত ভর্তি আছে সেজন্য নাবালিকা মেয়েকে আনা হয়নি প্রতিবেশীর কাছে লিখিত নেওয়া হয়েছে এবং আগামীকাল চায়ের হেল্পলাইনে আসতে বলা হয়েছে। উপস্থিত ছিলেন বালুরঘাট থানার পুলিশ চাইল্ড হেলপ্লাইন সদস্য ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পিএলভি অধিকার মিত্র সোমা পাল সাহা সুপ্রিয়া সরকার ও ইলা মন্ডল

Subscribe to:
Comments (Atom)