Search This Blog

Thursday, April 24, 2025

বাল্যবিবাহের আটকানো হলো

আজ চাইল্ড লাইন মারফত খবর পেয়ে একটি চাইল্ড ম্যারেজ আটকানো হলো বালুরঘাট ব্লকের ভাটপাড়া পঞ্চায়েতের বাড়িতে কেউ না থাকার কারণে নাবালিকা মেয়েকে আনা হয়নি। মেয়েটি নয় মাস থেকে সংসার করছে। ছেলেরা আত্মীয় বালুরঘাট হাসপাতালে ইমার্জেন্সি অবস্থিত ভর্তি আছে সেজন্য নাবালিকা মেয়েকে আনা হয়নি প্রতিবেশীর কাছে লিখিত নেওয়া হয়েছে এবং আগামীকাল চায়ের হেল্পলাইনে আসতে বলা হয়েছে। উপস্থিত ছিলেন বালুরঘাট থানার পুলিশ চাইল্ড হেলপ্লাইন সদস্য ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পিএলভি অধিকার মিত্র সোমা পাল সাহা সুপ্রিয়া সরকার ও ইলা মন্ডল