চাইড লাইন মাধ্যমে খবর পেয়ে গতকাল ২১/১/২৩ তারিখ পতিরাম থানায় এলাকায় একটি চাইল্ড ম্যারেজ আটকাতে গেলে ওখানে ১৩ বছর বয়সী একটি মেয়েকে রিকভার করা হয়। উপস্থিত ছিল চাইল্ড লাইনের স্টাফ, বালুরঘাট বিডিও অফিসের স্টাফ, প্রতিরাম থানার পুলিশ এবং ডি এল এস দক্ষিণ দিনাজপুর থেকে পি এল ভি পূজা দাস বর্তমানে মেয়েটিকে রায়গঞ্জ হোমে পাঠানো হয়েছে সিডাব্লিউ সির মাধ্যমে।