আজ 11/02/25 তারিখে কুশমন্ডী ব্লকের তিলডাঙ্গা জুনিয়ার হাই স্কুললের ছাত্র ছাত্রী ও শিক্ষকদের নিয়ে একটি আইনি সচেতনতা শিবির করা হয়। উক্ত শিবিরে বাল্য বিবাহ ও শিশু শ্রম, শিশু পাচার এবং ৮ ই মার্চ ২০২৫ লোক আদালতে যে সমস্ত মামলা বিনা পয়সায় নিষ্পত্তি হবে সে বিষয়ে আলোচনা করা হয়। আয়োজক পিএলবি পারুল পারভীন ও আজিজার রহমান।