10 নং উদয় জি পি এর অধীন জগদীশ পুর প্রাথমিক বিদ্যালয়ে একটি আইনি সচেতনতা শিবির করা হলো। বাল্যবিবাহের কু ফল ও তার প্রতিকার। শিশু পাচার চক্র থেকে রক্ষা পাওয়ার উপায়, শিশু বিচার আইনের বিভিন্ন ধারা আলোচনা, আইনি পরিসেবা পেতে ডি এল এস এর ভুমিকা, লোক আদালতে কি কি আইনী সুবিধা পাওয়া যায় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকগন, অভিভাবকগণ। আয়োজক পি এল ভি আব্দুল রশিদ মিঞা। তাং ইং 24/09/2022