Search This Blog

Wednesday, December 24, 2025

LAC

দক্ষিণ দিনাজপুর
তারিখ: ২৪/১২/২০২৫

আজ দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে  প্লেন ঘাটি এলাকার সাধারণ শ্রমিকদের নিয়ে একটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।

এই শিবিরে
"Drug Awareness and Wellness Navigation for a Drug Free India (Scheme–2025)" and Child marriage free India 
প্রকল্পের আওতায় মাদকবিরোধী সচেতনতা ও সুস্থ জীবনযাপনের গুরুত্ব ও বাল্য বিবাহ মুক্ত ভারত সম্পর্কে আলোচনা করা হয়।

এছাড়াও শিবিরে নিম্নলিখিত বিষয়গুলির ওপর বিস্তারিত আলোচনা ও সচেতনতা প্রচার করা হয়—


• শিশু পাচার

• শিশুশ্রম

• কুসংস্কার

• পরিষ্কার-পরিচ্ছন্নতা

• অন্যান্য গুরুত্বপূর্ণ আইনি বিষয়


শিবিরে উপস্থিত সাধারণ মানুষদের আইনগত অধিকার ও সরকারি সহায়তা সম্পর্কে অবহিত করা হয়।

আয়োজনে:
পূজা দাস
(PLV / অধিকার মিত্র)
District Legal Services Authority
Dakshin Dinajpur