Search This Blog

Wednesday, December 17, 2025

Success story soma Paul saha

ইংরেজি 15.12.2025 তারিখে বালুরঘাট থানায় একজন বিবাহিত মহিলা কাঁদতে কাঁদতে ছুটে আসে আমি সঙ্গে সঙ্গে তার সাথে কথা বলি সে বলে তার গা জ্বলে যাচ্ছে কারণ তার স্বামী তার গায়ে গরম তরকারি ঢেলে দিয়েছে। সে প্রচণ্ড কান্নাকাটি করছে। আমি কর্তব্যরত ডিউটি অফিসারের সাথে কথা বলি এবং সঙ্গে বড় বাবুর সাথেও কথা বলি তারা বলছে মেয়েটার মেডিকেলে করাতে হবে। তার সঙ্গে কেউ ছিলনা আমি তার কাছ থেকে বাবার বাড়ির  ফোন নাম্বার নিয়ে তার বাবার বাড়ির লোকের সাথে যোগাযোগ করি এবং তাদেরকে আসতে বলি এবং মেয়েকে নিয়ে গিয়ে বালুরঘাট সদর হাসপাতালে ভর্তি করায়। মেয়ের বাবার বাড়ি কালিয়াগঞ্জে  মেয়ের বাড়ির লোকেরা রওনা দিলে আমাকে ফোনে জানায় এবং মেয়ে কোথায় আছে সেটা জিজ্ঞেস করেন
সম্পূর্ণ সুস্থ আছে এবং বাবার বাড়ির লোকও এসে মেয়ের সাথে কথা বলেছে। 



আয়োজন 
Soma Paul saha
অধিকার মিত্র 
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ