Search This Blog

Friday, December 26, 2025

Success story

৩১আগস্ট ২০২২ সালে ৮ বছরের একটি মেয়ের সাথে যৌন নির্যাতন এর খবর পেয়ে তার বাড়িতে যাই এবং অভিভাবক এর সাথে কথা বলে থানা তে F I R করতে সাহায্য করি,  এছাড়াও  হাসপাতালে মেডিকেল  ও  প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা করতে সাহায্য করি।   এবং জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষের   অফিসে নিয়ে এসে ভিকটিম কম্পেনসেশন এর জন্য দরখাস্ত লেখে দেই। ডিএলএসএ অফিস কর্তৃপক্ষ   অবস্থার গুরুত্ব নজরে রেখে সমস্ত নথি ও তথ্য সংগ্রহ করে গত ৩ নভেম্বর ২০২৫ তারিখে মেয়ে টির ব্যাংক একাউন্টে ১ লক্ষ্য টাকা পেতে সাহায্য করে এবং তার মধ্য মেয়েটির ভবিষ্যতে জন্য ৭৫হাজার টাকা উক্ত ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা হয় আগামী ১০ বছরের জন্য।  ২৪/১২/২৫ তারিখ ডি এল এস এ এর সেক্রেটারি ম্যাডাম কেয়া বালা মহাশয়ার  মাধ্যমে  টাকার সার্টিফিকেট টি মেয়ে টির হাতে তুলে দেওয়া হয়।এভাবে ভিকটিম মেয়েটি এবং তার পরিবার জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহযোগিতা পেয়ে এবং আমার সক্রিয় উপস্থিতি ও সহযোগিতার মাধ্যমে খুব দ্রুত কম্পেন্সেশন ও আইনি পরিষেবা পাওয়ার জন্য তারা খুব আনন্দিত এবং বারবার আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। আমি ডিএলএসএ দক্ষিণ দিনাজপুর এর পি এল ভি হিসাবে এইরকম একটি কাজে সক্রিয় সহযোগিতা করতে পেরে খুব আনন্দিত।



পূজা দাস
(PLV / অধিকার মিত্র)
District Legal Services Authority
Dakshin Dinajpur