পার্থেনিয়াম ( PARTHENIUM ) গাছ সম্পর্কে সচেতন হন এবং ওপর কে সচেতন করুন ।
-------------------------------
পার্থেনিয়ামে রয়েছে Sesquiterpene Lactones নামক টক্সিন বা বিষ। এই বিষ মানুষ সহ অন্যান্য প্রানীদের জন্য ক্ষতিকারক।
এর ফুলের রেনু বাতাসে ছড়িয়ে পড়ে শ্বাস - প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে পৌঁছাতে পারে। যা থেকে শ্বাসকষ্ট,চর্মরোগ, অ্যালার্জি, ব্রঙ্কাইটিস হতে পারে। শুধু মানুষ নয় এর ফলে গবাদিপশুর ও ফসলের ক্ষতি হয়।
পার্থেনিয়াম আগাছা ফসলি জমিতে থাকলে মাটির প্রচুর পরিমান নাইট্রজেন সংগ্রহ করে নেয় । ফলে মাটির উর্বরতা কমে যায় ও ফসলের ক্ষতি করে।
পার্থেনিয়াম আগাছা যুক্ত মাঠে গবাদিপশু চরানো হলে পশুর শরীর ফুলে যায় , তীব্র জ্বর, বদহজম সহ নানা রোগের উপসর্গ দেখা যায় ।
মানুষজন ও গবাদিপশু এবং কৃষিজমি ক্ষতিকর থেকে রক্ষা করতে স্থানীয়দের সঙ্গে নিয়ে দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগে
আজ 07- 06- 2022
গঙ্গারামপুর ব্লকের চালুন জিপির বিভিন্ন এলাকায় পার্থেনিয়াম গাছ মুক্ত অভিযান চালানো হলো।
: আয়োজক :
গোলাম রাব্বানী
( পি এল ভি )
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ,
দক্ষিণ দিনাজপুর