Search This Blog

Friday, June 10, 2022

Photo from GOLAM RABBANI

অসহায়  প্রতিবন্ধী পরিবারের  হাতে ব্লক  প্রশাসনের কাছ থেকে  চালের জিয়ার  তুলে দেওয়া  হলো  দক্ষিণ  দিনাজপুর  - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ  থেকে। 
 অসহায়  প্রতিবন্ধী খাদ‍্য সঙ্কটে ভুগছিলেন  এই খবর  পাওয়া মাত্র পরিবারের  সঙ্গে  দেখা করার পর  বিডিও অফিসে  যোগাযোগ  করা হয় দক্ষিণ  দিনাজপুর  - জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ  থেকে । 
দরখাস্ত লিখে  দিয়ে  বিডিও অফিসে  নিয়ে  এসে,  ব্লক খাদ‍্য দপ্তরের  সঙ্গে  যোগাযোগ  করে ১২ কেজি  করে দুই জন প্রতিবন্ধী পরিবারের  হাতে জিয়ারের টুকূন তুলে দেওয়া  হলো ।
        উপস্থিত  ছিলাম 
 আরিফুল  ইসলাম ,
  সন্জয় সরকার ,
পলাশ কুমার  শিকদার 
           এবং  
গোলাম  রাব্বানী
    ( পি এল ভি )
জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ , 
দক্ষিণ  দিনাজপুর