আবার মানবিকতার নজির দক্ষিণ দিনাজপুর -জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের
---------------------------------------
গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া জিপির দামোদর পুরে গ্রামের মজিদুর রহমানের পুত্র সামিম আকতার মানসিক ভারসাম্যহীণ।
সামিম আকতার এর বয়স 10 বছর ।
সামিম আকতার কে নিয়ে পরিবারের লোকজন প্রচণ্ড চিন্তায় ছিলেন ।
দির্ঘদিন যোগাযোগ করার পর মানবিক ফরম পূরণ সহ মেডিকেল এ যোগাযোগ করে সার্টিফিকেট করে দেওয়া এবং পরবর্তীতে সমস্ত কাগজপত্র নিয়ে গঙ্গারামপুর ব্লকে জমা দেওয়া হয় - দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে ।
প্রথম থেকে পরামর্শ এবং সহযোগিতা করেন পি এল ভি গোলাম রাব্বানী ।
মানবিক ভাতা চালু করার জন্য ব্লক সমাজ কল্যান আধিকারিক মহাশয় সহানুভূতির সঙ্গে দেখেন ।
উনি সমস্ত অসহায় মানুষকে সহায়তা পাওয়ার গুরুত্বসহকারে দেখেন ।
সামিম আকতারের মানবিক ভাতা চালু হয়েছে ।
মানবিক ভাতা চালু হওয়ায় সামিম আকতার এর প্রচণ্ড খুশি
এই রকম উদ্যোগ ও সহযোগিতা করার জন্য ব্লক প্রশাসন এবং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানিয়েছেন।
সহযোগিতা কারি
আরিফুল ইসলাম
( পি এল ভি )
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ,
দক্ষিণ দিনাজপুর