রেশন কার্ড ভূল থাকায় সহযোগিতার হাত বাড়ালো দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ
------------------------
গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া জিপির আবিদপুর গ্রামে কিছুদিন আগে বাড়ি বাড়ি প্রচার করতে যাই
পি এল ভি গোলাম রাব্বানী ও পি এল ভি আরিফুল ইসলাম ।
বাড়ি প্রচার করতে গিয়ে কিছু মানুষের কিছু কিছু সমস্যার কথা জানতে পারি ।
ব্রজগোপাল রায় এর সঙ্গে কথা হয়। উনার সমস্ত কাগজপত্র ব্রজগোপাল রায় আছে, কিন্তু রেশন কার্ডে নাম আছে মুকুল রায়।
রেশন কার্ডে মুকুল রায় থাকায় আধার লিং করতে পারছিল না। প্রচণ্ড সমস্যার মধ্যে পড়েন ব্রজগোপাল বাবু ।
সমস্ত জানার পর গঙ্গারামপুর ব্লক খাদ্য দপ্তরের আধিকারিক এর সঙ্গে যোগাযোগ করা হয়। খাদ্য দপ্তরের আধিকারিক মহাশয় প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে বলেন । জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে সেই খবর ব্রজগোপাল বাবু কে জানিয়ে গঙ্গারামপুরে বিডিও অফিসে ব্রজগোপাল কাগজপত্র জমা করিলেন। আধিকারিক মহাশয় জানালেন এক সপ্তাহ এর মধ্যে সমস্ত ঠিক হয়ে যাবে। দ্রুততার সঙ্গে কাজটি করে দিবেন বলে জানালেন ।
ব্রজগোপাল বাবু অনেকদিন ঘুরে সঠিক জায়গায় না যাওয়ার জন্যে কাজটি করতে পারেন নি।
আজ 09- 06- 2022 কাগজপত্র জমা এবং আধিকারিক মহাশয়ের কাছে কার্ড টি সংশোধন হয়ে যাবে জানার পর ব্রজগোপাল বাবু প্রচণ্ড খুশি ।
ব্রজগ্রোপাল বাবুকে সঠিক পরামর্শ , সময় মতো খবর দেওয়া , বিডিও অফিসে যোগাযোগ করিয়ে দেওয়া এবং সঙ্গে থেকে সাহায্যের হাত বাড়ানোর জন্য দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ কে অসংখ্য ধন্যবাদ জানালেন ।
সহযোগিতা ও পরামর্শ দানকারী ----
আরিফুল ইসলাম ,
পলাশ কুমার শিকদার,
সন্জয় সরকার
এবং
গোলাম রাববানী
পি এল ভি
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ,
দক্ষিণ দিনাজপুর