Search This Blog

Friday, August 1, 2025

CHILD  MARRIAGE  STOPPED 
At Ghatsa under kushmandi ps on 01/08/2025 by plv Umed Ali. 

Legal Awareness camp kora holo. on 01/08/2025.shyampur icds centre. Plv(adhikarmitra )-Tajmul Islam.

Photo from GOLAM RABBANI

DOOR TO DOOR CAMPAIGN 
-----------------
 
‌‍"জাতির জন্য মধ্যস্থতা" প্রচারে  বাড়িতে বাড়িতে, দোকানে দোকানে, পথে পথে, জমিতে জমিতে  মানুষের পাশে দাড়িয়ে  প্রয়োজনীয়   কথা শুনে প্রয়োজনীয়  পরামর্শ  প্রদান করা হলো , বাল্য বিবাহ মানব পাচার সম্পর্কে সচেতন,প্রবীন নাগরিকদের NALSA স্কিম, NALSA  টোল ফ্রি নম্বর ১৫১০০  জানানো হয় ও জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ  এর পরিষেবা গুলো  জানানো হলো, 
     আজ  01- 08 - 2025

  গঙ্গারামপুর  থানা  এলাকায়,
 
  পরামর্শদান ও লিফলেট   বিতরণ কারি -
  গোলাম রাব্বানি 
( পি এল ভি /অধিকার মিত্র)
জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ , 
দক্ষিণ  দিনাজপুর

Photo from GOLAM RABBANI

DOOR TO DOOR CAMPAIGN 
-----------------
 
‌‍"জাতির জন্য মধ্যস্থতা" প্রচারে  বাড়িতে বাড়িতে, পথে পথে, জমিতে জমিতে  মানুষের পাশে দাড়িয়ে  প্রয়োজনীয়   কথা শুনে প্রয়োজনীয়  পরামর্শ  প্রদান করা হলো , বাল্য বিবাহ মানব পাচার সম্পর্কে সচেতন,প্রবীন নাগরিকদের NALSA স্কিম, NALSA  টোল ফ্রি নম্বর ১৫১০০  জানানো হয় ও জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ  এর পরিষেবা গুলো  জানানো হলো, 
     আজ  01- 08 - 2025

  গঙ্গারামপুর  থানা  এলাকায়,
 
  পরামর্শদান ও লিফলেট   বিতরণ কারি -
  গোলাম রাব্বানি 
( পি এল ভি /অধিকার মিত্র)
জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ , 
দক্ষিণ  দিনাজপুর

Photo from GOLAM RABBANI

Legal  Literecy Camp held   on 01 - 08- 2025 at  Adigram  Chaloon gp under  Gangarampur block  - Dakshin Dinajpur,

 

     Organized  by ---
   GOLAM RABBANI
   (Adhikar Mitra/PLV )
District Legal Services  Authority, 
 Dakshin Dinajpur

Legal awareness camp.


To
Secretary 
DLSA,
Dakshin Dinajpur 
Date-31.07.2025

Madam,
         Today date at 31.07.2025 , Legal awareness camp held on Bhavanipur Jr high school, Place-Balurghat block, vill-Bhabsnipur, po-Amrail, ps-Balurghat,Dakshin Dinajpur, subject covered to this camp awareness about child labour, child marriage, drop out students etc.organized plv Subhankar Adhikary.


Regards and faithfully 
Subhankar Adhikary
Plv/DLSA/DD/2017

বাল্যবিবাহ

আজকে একটি নাবালিকার বাল্যবিবাহ রোধ করা হলো। ঘটনাটি ঘটেছে বংশীহারী থানার সেলিমাবাদ এলাকায়। সেখানে উপস্থিত ছিলেন বংশীহারী থানা, সি ডি পি ও অফিসের সুপারভাইজার ও উপস্থিত ছিলেন অধিকার মিত্র/পি এল ভি নাসিম রেজা ও আফতাব হোসেন।


Thursday, July 31, 2025

Leaflet Distribution at Kamarpara done by PLV RAKHI MAHANTA DLSA D/D.

LEGAL AWARENESS CAMP

Photo collage

 Door to door Campaigne Mediation for the Nation. Bhour gram panchayat kumarganj block .plv Moktarul mandal.Date-31/07/2025.

Mediation for the nation door to door campaign

Door to door campaign Mediation for the nation at Ramkrishnapur gp under kumarganj block plv (Adhikar mitra) Sarvin khatun 31/07/2025

Door to door campaign. 31/07/2025.plv(adhikarmitra )-Tajmul Islam. Under Banshihari block.

Stop the child marrage. Child name madhumita mardi. Father -salvator mardi. Vill-Bajeharipur. Po-karkha. Ps-Banshihari. 08/07/2025.plv-(adhikarmitra)Tajmul Islam.

Door to door campaign 28/07/2025.plv(Adhikarmitra)-TajmulIslam.

GOLAM RABBANI

DOOR TO DOOR CAMPAIGN 
-----------------
 
‌‍"জাতির জন্য মধ্যস্থতা" প্রচারে  বাড়িতে বাড়িতে, পথে পথে, জমিতে জমিতে  মানুষের পাশে দাড়িয়ে  প্রয়োজনীয়   কথা শুনে প্রয়োজনীয়  পরামর্শ  প্রদান করা হলো , বাল্য বিবাহ মানব পাচার সম্পর্কে সচেতন,প্রবীন নাগরিকদের NALSA স্কিম, NALSA  টোল ফ্রি নম্বর ১৫১০০  জানানো হয় ও জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ  এর পরিষেবা গুলো  জানানো হলো, 
     আজ  31- 07- 2025

  গঙ্গারামপুর  থানা  এলাকায়,
 
  পরামর্শদান ও লিফলেট   বিতরণ কারি -
  গোলাম রাব্বানি 
( পি এল ভি /অধিকার মিত্র)
জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ , 
দক্ষিণ  দিনাজপুর

Photo from GOLAM RABBANI

DOOR TO DOOR CAMPAIGN 
-----------------
 
‌‍"জাতির জন্য মধ্যস্থতা" প্রচারে  বাড়িতে বাড়িতে, পথে পথে, জমিতে জমিতে  মানুষের পাশে দাড়িয়ে  প্রয়োজনীয়   কথা শুনে প্রয়োজনীয়  পরামর্শ  প্রদান করা হলো , বাল্য বিবাহ মানব পাচার সম্পর্কে সচেতন,প্রবীন নাগরিকদের NALSA স্কিম, NALSA  টোল ফ্রি নম্বর ১৫১০০  জানানো হয় ও জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ  এর পরিষেবা গুলো  জানানো হলো, 
     আজ  31- 07- 2025

  গঙ্গারামপুর  থানা  এলাকায়,
 
  পরামর্শদান ও লিফলেট   বিতরণ কারি -
  গোলাম রাব্বানি 
( পি এল ভি /অধিকার মিত্র)
জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ , 
দক্ষিণ  দিনাজপুর

Wednesday, July 30, 2025

৩০ শে জুন বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে AWARENESS CAMP

LEGAL AWARENESS CAMP at AMRITAKHANDA GP organized by PLV RAKHI MAHANTA.

Legal awareness camp held on-30/07/2025.at Balurghat block-Dakshin Dinajpur. Discusded-LegalServices Authority act, Mediation of the nation. Mediation, child marrage, Human Trafficking, Sexual Harassmant, Child Labour, Effect of plastic pollution ect. Organized by plv-Rima Mandal shil.

DOOR TO DOOR CAMPAIGN

Door to Door Campaign Mediation for the Nation at Lakshipur under Kushmandi Block 
Date - 30/07/2025 , PLV/Adhikar Mitra Parul Parvin.
District Legal Services Authority, Dakshin Dinajpur.


Photo from SANJIT MONDAL

আজ ইংরেজি 12,07,2025 একটি child marriage আটকানো হলো মেয়েটির নাম দীপা শীল, বয়স 14 বছর, পিতা পঙ্কজ শীল বাড়ী বোলদার ,খাসপুর, থানা - বালুরঘাট। মেয়েটির বিয়ে হয়ে গেছে সে বর্তমানে ছেলেটির বাড়িতে আছে। আমরা মেয়েটির বাড়ী গিয়ে মেয়েটির মার সাঁথে কথা বলি উপস্থিত ছিলেন বালুরঘাট থানার পুলিশ, child line এর সদস্য ও জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষ এর অধিকার মিত্র ইলা মণ্ডল ও সুপ্রিয়া সরকার।

GOLAM RABBANI

দক্ষিণ  দিনাজপুর - জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ  এর উদ‍্যোগে গঙ্গারামপুরব্লকের জাহাঙ্গীর পুর জিপি,র  শেখমিনা আই সি ডি এস সেন্টারে শিবির করে প্রচার করা হলো,
  আজ - 30 - 07 - 2025,
"জাতির জন্য মধ্যস্থতা" NALSA TOLL FREE No 15100,
     পরিস্কার পরিচ্ছন্নতা , বাল‍্য বিবাহ,  কুসংস্কার , শিশুশ্রম, যৌন  নির্যাতন,মানব পাচার বিষয়ে  আলোচনা করা হলো ,
 উপস্থিত ছিলেন - শিশু, কিশোরি, অভিভাবকেরা , আই সি ডি এস কর্মী
           :  আয়োজক  :
   
     GOLAM RABBANI
   ( PLV /Adhikar Mitra)
District Legal Services  Authority,
 Dakshin Dinajpur

Photo from GOLAM RABBANI

দক্ষিণ  দিনাজপুর - জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ  এর উদ‍্যোগে গঙ্গারামপুরব্লকের চালুন জিপি,র  শংকরপুর আই সি ডি এস সেন্টারে শিবির করে প্রচার করা হলো,
  আজ - 30 - 07 - 2025,
"জাতির জন্য মধ্যস্থতা" NALSA TOLL FREE No 15100,
     পরিস্কার পরিচ্ছন্নতা , বাল‍্য বিবাহ,  কুসংস্কার , শিশুশ্রম, যৌন  নির্যাতন,মানব পাচার বিষয়ে  আলোচনা করা হলো ,
 উপস্থিত ছিলেন - শিশু, কিশোরি, অভিভাবকেরা , আই সি ডি এস কর্মীগণ এবং 
Alo Rani Jha -আই সি ডি এস সুপারভাইজার 
           :  আয়োজক  :
   
     GOLAM RABBANI
   ( PLV /Adhikar Mitra)
District Legal Services  Authority,
 Dakshin Dinajpur

জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগে আজ 30,07,2025 একটি আইনী সচেতনতা শিবির করা হলো। স্থান:- Barakoil anganwari centre at Primary school আলোচ্য বিষয়:- গুড টাচ্ ব্যাড টাচ্, শিশু অধিকার ও শ্রম, Mediation for the nation and upcoming National Lok Adalat আয়োজক:- ইলা মন্ডল , PLV/অধিকার মিত্র 

জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগে একটি আইনী সচেতনতা শিবির করা হলো।

স্থান:- Barakoil anganwari centre (Colony)
আলোচ্য বিষয়:- গুড টাচ্ ব্যাড টাচ্, শিশু অধিকার ও শ্রম, Mediation for the nation and upcoming National Lok Adalat
আয়োজক:- ইলা মন্ডল , PLV/অধিকার মিত্র 

আজ 30.07.2025 জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগে একটি আইনী সচেতনতা শিবির এর আয়োজন করা হলো l

বিষয়:- child marriage, child labour, Mediation for the nation and upcoming national lok Adalat.
স্থান:- Barakoil coaching centre.
আয়োজক:- Ila Mondal (Plv/ অধিকার মিত্র)

LEGAL AWARENESS CAMP

LEGAL AWARENESS CAMP



Stop child marriage

আজ 29/7/25 তারিখ চাইল্ড হেলপ্লাইন মারফত খবর পেয়ে জলঘর রাধানগর  এলাকার একটি নাবালিকার বিয়ে বন্ধ করার জন্য গেলে বাড়ির লোকমার পথ জানা যায় মেয়েটি তার আত্মীয়র বাড়িতে আছে তপন থানায় এলাকায়, পুনরায়  তপন থানায় চিঠি করে নাবালিকা উদ্ধারে জন্য মেসেজ ফরওয়ার্ড করে। উপস্থিত ছিলো বালুরঘাট থানার পুলিশ প্রশাসন চাইল্ড হেল্প লাইন মেম্বার ও পি এল ভি /অধিকার মিত্র PUJA DAS AND SOMA PAL SAHA

Stop child marriage


আজ 29/7/25 তারিখ চাইল্ড হেল্প লাইন মারফত খবর পেয়ে গঙ্গাসাগর


এলাকার একটি নাবালকের দিয়ে বন্ধ করা হলো। উপস্থিত ছিলো বালুরঘাট থানার পুলিশ প্রশাসন চাইল্ড হেল্প লাইন মেম্বার ও পি এল ভি /অধিকার মিত্র PUJA DAS AND SOMA PAL SAHA

Tuesday, July 29, 2025

LEAFLET DISTRIBUTION. Bhatpara G. P te asha lokjonder madhyeMediation prochar kora ho lo. Date- 29/07/2025.plv-RimaMandal Shil.

Photo from GOLAM RABBANI

দক্ষিণ  দিনাজপুর - জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ  এর উদ‍্যোগে গঙ্গারামপুরব্লকের জাহাঙ্গীরপুর জিপি,র  রামদেবপুর আই সি ডি এস সেন্টারে শিবির করে প্রচার করা হলো,
  আজ - 29 - 07 - 2025,
  

Mediation   প্রচার করা হলো 

     পরিস্কার পরিচ্ছন্নতা , বাল‍্য বিবাহ,  কুসংস্কার , শিশুশ্রম, যৌন  নির্যাতন,মানব পাচার বিষয়ে  আলোচনা করা হলো ,
 উপস্থিত ছিলেন - শিশু, কিশোরি, অভিভাবকেরা , আই সি ডি এস কর্মীগণ এবং 
ঋষিকা তামাং-আই সি ডি এস সুপারভাইজার 
           :  আয়োজক  :
   
     GOLAM RABBANI
   ( PLV /Adhikar Mitra)
District Legal Services  Authority,
 Dakshin Dinajpur


Photo from GOLAM RABBANI

DOOR TO DOOR CAMPAIGN 
-----------------
 
‌‍"জাতির জন্য মধ্যস্থতা" প্রচারে  বাড়িতে বাড়িতে, পথে পথে, জমিতে জমিতে  মানুষের পাশে দাড়িয়ে  প্রয়োজনীয়   কথা শুনে প্রয়োজনীয়  পরামর্শ  প্রদান করা হলো , বাল্য বিবাহ মানব পাচার সম্পর্কে সচেতন,প্রবীন নাগরিকদের NALSA স্কিম, NALSA  টোল ফ্রি নম্বর ১৫১০০  জানানো হয় ও জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ  এর পরিষেবা গুলো  জানানো হলো, 
     আজ  29- 07- 2025

  গঙ্গারামপুর  থানা  এলাকায়,
 
  পরামর্শদান ও লিফলেট   বিতরণ কারি -
  গোলাম রাব্বানি 
( পি এল ভি /অধিকার মিত্র)
জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ , 
দক্ষিণ  দিনাজপুর


DOOR TO DOOR CAMPAIGN

Door to Door Campaign Mediation for the Nation at Kalikamora under Kushmandi Block Date - 29/07/2025 ,PLV/Adhikar Mitra Parul Parvin. District Legal Services Authority, Dakshin Dinajpur.


Photo from Bappa Paul

আইনি সচেতনতা শিবির করা হলো চেচড়া ICDS সেন্টারে। Mediation of tha Nation এর প্রচার করা হলো, বাল্য বিবাহ নিয়ে আলোচনা করা হলো। Plv অধিকার মিত্র Shyama Majumder (paul )tapan block 

আইনি সচেতনতা শিবির

আজ বংশীহারী ব্লকের গাঙ্গুরিয়া হাইস্কুলে একটি আইনি সচেতনতা শিবির এর আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বংশীহারী ব্লক, স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীবৃন্দ।।
 
সেখানে আলোচ্য বিষয় ছিল 
         বাল্যবিবাহ ও শিশু ও নারী পাচার । 

আয়োজক অধিকার মিত্র/ পি এল ভি 
                         নাসিম রেজা 
   জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ 
       বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর


Success story of Adhikar Mitra named Golam Rabbani

" Success Story "



বিদ্যালয় ছুট বিদ্যালয় মুখি করা হয়েছে দক্ষিন দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পক্ষ থেকে ।
সুবিনাথ হাঁসদা 
পিতা - অমল হাঁসদা 
মাতা - জোস্না মার্ডি 
গ্রাম -প্রাণসাগর 
  থানা -গঙ্গারামপুর 
জেলা - দক্ষিন দিনাজপুর
 বিদ্যালয় যাওয়া  বন্ধ করে দেয় সুবিরাম হাঁসদা ।
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পক্ষ থেকে আমি অধিকার মিত্র তথা পি এল ভি গোলাম রাব্বানি বার গিয়ে পড়াশোনার না করলে কুফল সম্পর্কে সচেতন করা হয় ।
অভিভাবক সহ প্রতিবেশী দের এবং বিদ্যালয়ে পড়াশোনা করে তাদের কে নিয়ে বার বার বোঝানোর ফলে সুবীরাম বর্তমানে বিদ্যালয়ে নিয়মিত যাচ্ছে এবং মনোযোগ দিয়ে লেখা পড়া চালিয়ে যাচ্ছে ।
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগের ফলে  সুবিরম বিদ্যালয় মুখি হওয়ায় প্রচন্ড খুশি হয়েছেন এবং দক্ষিন দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানিয়েছেন ।
 অত্যন্ত গর্বিত যে আমি অধিকার মিত্র তথা পি এল ভি গোলাম রাব্বানি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর অংশ হিসেবে এই মানবিক কাজে অবদান রাখতে পেরেছি ।

LLC

আজ ইংরেজি 28.07.25তারিখে মিডিয়েশন ফর দ্যা ন্যাশনবালুরঘাট ব্লক শ্যামপুরে একটি আইনের সচেতনতা শিবি র আয়োজন করা হয়েছে উপস্থিত ছিলেন গ্রামে লোকজন বিষয় ছিল চাইল্ড ম্যারেজ চাইল্ড ট্রাফিকিং ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ পরিষেবা মূলক কাজ করে আয়োজক অধিকার মিএ সোমা পাল সাহা 

Child marriage stopped 
On 09/07/2025 at udaypur under kushmandi ps  by plv Umed Ali. 

Door to door campaign

Today(28.07.2025) door to door Legal awareness camp and Leaflet distribution of DLSA,DD among the people at Fatepur village under Hili block.



Adhikar Mitra (PLV) : BIJOY BARMAN 
District Legal Services Authority, Dakshin Dinajpur 

Date: 28.07.2025


Success story of Adhikar Mitra named Golam Rabbani

সাফল্যের কথা

জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের আন্তরিক সহায়তায় খুঁজে পাওয়া গেল সাইফি মাহিম ইসলামকে

গত ২৬শে জুন, ২০২৫ তারিখে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত রঘুনাথপুর কালদিঘির বাসিন্দা সাইফি মাহিম ইসলাম (পিতা: সরিফুল ইসলাম, মাতা: মুনমুন সরকার) প্রাণসাগর আদর্শ একাডেমি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায়।

রাতভর খোঁজাখুঁজির পরেও পরিবারের সদস্যরা কোথাও তার সন্ধান পাননি। আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাড়িতেও খোঁজ নিয়েও কোনো খবর মেলেনি। ফলে পরিবারের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়।

পরদিন সকালবেলা বিষয়টি জানানো হলে আমি, গোলাম রাব্বানী, অধিকার মিত্র (PLV), জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, দক্ষিণ দিনাজপুর – সঙ্গে সঙ্গে থানায় মিসিং ডায়েরি করার পরামর্শ দিই ও বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়ার জন্য পরামর্শ দিই।

২৭শে জুন যখন পরিবারের লোকজন ডায়েরি করতে যাচ্ছিলেন, সেই সময় এক আনন্দ সংবাদ আসে—একজন ট্যাক্সিচালক সাইফিকে কলকাতায় পেয়ে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ পরে তাকে কলকাতা শিশু সুরক্ষা কমিটির (CWC) কাছে হস্তান্তর করে এবং তাঁরা সাইফিকে পুটারি হোম-এ রাখেন।

সংবাদটি পাওয়ার সঙ্গে সঙ্গে সাইফির পরিবার ও আমি যোগাযোগ করি আমাদের সুপরিচিত মাননীয় কলকাতা হাইকোর্টের বিচারপতি উদয় কুমার মহাশয়ের পার্সোনাল সিকিউরিটি অফিসার বাবুন দাস মহাশয়ের সঙ্গে। তিনি দ্রুত বিষয়টি কলকাতা CWC-এর সঙ্গে সমন্বয় করে সঠিক তথ্য সংগ্রহ করেন এবং অভিভাবকদের জানান।

এরপর আমি যোগাযোগ করি দক্ষিণ দিনাজপুর জেলা শিশু সুরক্ষা কমিটির সম্মানীয় সদস্য সুরজ দাস মহাশয়ের সঙ্গে। তিনি আন্তরিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং দক্ষিণ দিনাজপুর থেকে প্রয়োজনীয় রিপোর্ট প্রেরণ করা হয়। রিপোর্ট যাচাইয়ের পর কলকাতা শিশু সুরক্ষা কমিটি সাইফিকে তাঁর অভিভাবকদের কাছে হস্তান্তর করে।

অবশেষে সাইফি মাহিম ইসলাম নিরাপদে ফিরে আসে। অভিভাবকগণ আনন্দে আপ্লুত হন এবং জেলার সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

🙏 কৃতজ্ঞতা প্রকাশ:

আমি, গোলাম রাব্বানী,
অধিকার মিত্র/পি.এল.ভি,
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, দক্ষিণ দিনাজপুর

অত্যন্ত গর্বিত যে, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অংশ হিসেবে এই মানবিক কাজে অবদান রাখতে পেরেছি। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই—

মাননীয় বিচারপতি উদয় কুমার মহাশয়ের PSO বাবুন দাস মহাশয়কে।

দক্ষিণ দিনাজপুর শিশু সুরক্ষা কমিটির সদস্য সুরজ দাস মহাশয়কে।

যাঁদের নিরবচ্ছিন্ন সহযোগিতা ও আন্তরিকতায় একটি শিশুকে সুরক্ষিতভাবে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।

সতত মানবিকতাই আমাদের পথপ্রদর্শক।
সকলকে ধন্যবাদ।
 গোলাম রাব্বানি

STOPPED  CHILD  MARRIAGE 

At bagduma under kushmandi ps on 28/07/2025 by plv Umed Ali. 

LAC

Legal awareness camp held in অযোধ্যা area balurghat block Dakshin dinajpur. Camp organized by plv Tandra Roy. 



Thanks and Regards, 
Tandra Roy.