আজ ইংরেজি 12,07,2025 একটি child marriage আটকানো হলো মেয়েটির নাম দীপা শীল, বয়স 14 বছর, পিতা পঙ্কজ শীল বাড়ী বোলদার ,খাসপুর, থানা - বালুরঘাট। মেয়েটির বিয়ে হয়ে গেছে সে বর্তমানে ছেলেটির বাড়িতে আছে। আমরা মেয়েটির বাড়ী গিয়ে মেয়েটির মার সাঁথে কথা বলি উপস্থিত ছিলেন বালুরঘাট থানার পুলিশ, child line এর সদস্য ও জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষ এর অধিকার মিত্র ইলা মণ্ডল ও সুপ্রিয়া সরকার।